ISRO Second Mars Mission 2024: ISRO এর দ্বিতীয় মঙ্গল অভিযান কেন গুরুত্বপূর্ণ

Published On:

ISRO Mangalyaan 2 :: আবার ১০ বছর পর পাড়ি দিতে চলেছে লাল গ্রহ। কবে পাড়ি দেবে ? কি উদ্দেশ্য ? জানবো বিস্তারিত

বিষয়বস্তু
2 মঙ্গল অভিযান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

ISRO Second Mars Mission 2024 Full Details in Bengali

ভারত ২০১৩ সালে এশিয়ার প্রথম দেশ যে একবারেই মঙ্গল অভিযানে সফল হয়েছিল। আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ISRO দিন দিন নিজেদের প্রযুক্তিকে আরো উন্নত করে চলেছে।কিছুদিন আগেই চন্দ্রযান 3 সফল হল। সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়েছে একটি রকেট যেটিও সফল হয়েছে। এবার ভারত মঙ্গল গ্রহের দিকে নজর দিচ্ছে। পৃথিবীর অনেক দেশ মঙ্গল গ্রহ নিয়ে পর্যবেক্ষণ করলেও ভারতের কিছু নতুন উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচে বেশি তথ্য সংগ্রহের চেষ্টা চালাবে। 

India to Build 12K KM Ropeway Projects: আকাশে 12000 কিমি রাস্তা। অবাক গোটা বিশ্ব 

ভারতের প্রথম মঙ্গল অভিযান

  • নাম :: Mom Mangalyaan
  • সাল :: 2013 -14
  • রকেটের নাম :: PSLV C – 25
  • কোনরকম লেন্ডার বা  রোভার ব্যবহার করা হয়নি।
  • ভারতের প্রথম গ্রহ অভিযান।
  • প্রথম অভিযান সফল হয়েছিল এবং চতুর্থ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছিল।
  • মঙ্গল অভিযানের প্রথম তিনটি দেশ হলো  সোভিয়েত ইউনিয়ন , আমেরিকা এবং চিন।
  • ভারত এশিয়ার প্রথম এবং একমাত্র দেশ যে প্রথমবারই সফল হয়েছিল।

NASA এর 2020 মঙ্গল অভিযান

  • যে স্থানে পৌঁছে ছিল সেই স্থানটির নাম হল Jezero Crater
  • Rover এর নাম :: Perseverance
  • একটি ড্রোন বা হেলিকপ্টারের মত যন্ত্র পাঠানো হয়েছিল যেটি ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে উঠে মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করবে।
  • গুরুত্বপূর্ণ উপকরণ হলো MoXie :: এই যন্ত্রটির কাজ হল মঙ্গল গ্রহের কার্বন ডাই অক্সাইড কে সংগ্রহ করে অক্সিজেনের রূপান্তরিত করা।

কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের দ্বিতীয় মঙ্গল অভিযান ?

  • Sky Crane Landing :: মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ হল খুবই পাথুরে এবং অসমতন। কোন লেন্ডার বা কোন রকেট সেখানে সমতলভাবে নামতে পারবে না। সেজন্য মহাকাশে একটি ড্রোন বা হেলিকপ্টার এর মত রকেট থাকবে সেখান থেকে ক্রেন এর মত দড়ি দিয়ে ল্যান্ডারকে ভূপৃষ্ঠে অবতরণ করানো হবে।
  • Full Functional Helicopter :: পাঠানো হবে একটি হেলিকপ্টার। যেটি সমস্ত ভাবে অপারেট করা যাবে। এটি মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে 100 মিটার ওপরে উঠে ভূপৃষ্ঠকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। সেখানকার বায়ুমণ্ডলের আবহাওয়াকেও অনুভব করবে। মঙ্গল গ্রহের বায়ুমন্ডলে ৯৫ পারসেন্ট রয়েছে কার্বন-ডাই-অক্সাইড। এজন্য বিশেষ প্রযুক্তিতে ড্রোন বা হেলিকপ্টারটিকে বানানো হয়েছে।
  • দ্বিতীয় কঠিন কাজ হলো মঙ্গল গ্রহে যে তথ্যগুলি সংগ্রহ করা হবে সেটি পৃথিবীতে কিভাবে পৌঁছাবে ?
  • Closest Point ( Opposition ) :: এটি হলো এমন একটি অবস্থা যখন মঙ্গল গ্রহ এবং পৃথিবীর দুজনের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে। এই সময়ে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে কোন তথ্য পাঠালে তিন মিনিট থেকে 22 মিনিট সময় লাগবে।
  • Furthest Point ( Conjunction ) :: এটি হল এমন একটি অবস্থা যখন মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হবে।এই সময়ে তথ্য আদান-প্রদানের সময় লাগবে ৬ মিনিট থেকে ৪৪ মিনিট পর্যন্ত।

আমাদের ISRO এই সমস্যা সমাধানের জন্য কি করবে ?

ESA ( Trace Gas Orbiter ) :: তথ্য আদান-প্রদানের এই সমস্যার জন্য ইসরো একটি নতুন প্রযুক্তি বার করেছে।পৃথিবীর যেমন একটি নিজস্ব উপগ্রহ রয়েছে চাঁদ , যেটি সব সময় পৃথিবীর চারিদিকে ঘোরে। আদান-প্রদান করার জন্য আরো একটি স্যাটেলাইট বা অরবিট অর পাঠানো হবে তথ্য আদান-প্রদান কন্ট্রোল করার জন্য। যেটি মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। মঙ্গল গ্রহ থেকে তথ্য সংগ্রহ করে প্রথমে সেটি ESA Orbiter কে পাঠাবে এবং এই অরবিটরটি পৃথিবীতে তথ্য পাঠাবে।  

মঙ্গল অভিযান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

কবে পাড়ি দেবে দ্বিতীয় মঙ্গল অভিযান ?

2024 সালে।

উৎক্ষেপণকারী রকেটির নাম কি ?

GSLV MK 3

কোথা থেকে উৎক্ষেপণ করা হবে ?

SDSC / HHAR

কোন সংস্থা থেকে মঙ্গল অভিযান 2 নিয়ন্ত্রণ করা হবে ?

ISRO

দ্বিতীয় মঙ্গল অভিযান প্রস্তুতকারক সংস্থার নাম কি ?

ISACC

ভারতের প্রথম মঙ্গল অভিযান কবে হয়েছিল?

2013 সালে।

ভারতের প্রথম সফল মঙ্গল অভিযান কবে হয়েছিল ?

2013 সালে।

ভারতের প্রথম মঙ্গল অভিযানের নাম কি?

Mom Mangalyaan

মঙ্গল অভিযানের প্রথম তিনটি দেশ কে কে ? 

সোভিয়েত ইউনিয়ন , আমেরিকা এবং চিন।

এশিয়া মহাদেশের কোন দুটি দেশ মঙ্গল অভিযানের সফল হয়েছে ?

ভারত ও চিন।

মঙ্গল গ্রহের অপর নাম কি?

লাল গ্রহ

মঙ্গল গ্রহে বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি আছে?

কার্বন ডাই অক্সাইড

মঙ্গল গ্রহে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?

95%

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad