Indonesia Tsunami Alart: ইন্দোনেশিয়ায় হতে পারে সুনামি ? সতর্কতা দিলো সরকার

Published On:

বর্তমানে ইন্দোনেশিয়ার আকাশ অন্ধকারে ভরে গিয়েছে। গত কয়েকদিন থেকে পরপর অগ্নুৎপাতের পরেও আজ  ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকাল তিনটের সময় হঠাৎ করে অগ্নুৎপাত ঘটায় এই আশঙ্কা করা যাচ্ছে যে সুনামি আসতে পারে।

Indonesia Tsunami Alart By Team & Govn

গত এপ্রিল মাস থেকেই ঘন ঘন অগ্নুৎপাত হয়ে চলেছে। তবে এই সপ্তাহের প্রতিদিনই অগ্নুৎপাত ঘটেছে । যারা অগ্নুৎপাত নিয়ে সমীক্ষা করে চলেছেন তাদের মতে এটি খুব একটা ভালো লক্ষণ নয়। ইতিমধ্যে আগ্নেয়গিরি অঞ্চলের আশপাশের সাতটি গ্রাম থেকে সমস্ত জনগণকে সরিয়ে নেয়া হয়েছে।

বর্তমানে ইন্দোনেশিয়ার আকাশ যোগাযোগ ব্যবস্থা ?

গোটা ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি প্রদেশে ঘন ঘন অগ্নুৎপাতের ফলে বর্তমানে আকাশ অন্ধকারে ভরে গিয়েছে। তাই ইন্দোনেশিয়া থেকে সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ভলকানোলজি এজেন্সির মতে এখন আকাশে রয়েছে অসংখ্য পরিমাণে ধূলিকণা ছাই অন্যান্য ক্ষতিকর পদার্থ। তাই এখন আকাশ পথ দিয়ে বিমান নিয়ে গেলে অন্ধকারের জন্য যেমন সমস্যা হবে ঠিক ক্ষতিকর বিষাক্ত গ্যাসের জন্যও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই কোন মতেই আকাশে বিমান চলাচল করানো যাবে না।

WBCHSE HS New Textbook 2024-25:প্রকাশিত হলো একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন পাঠ্য বই।

সুনামির আশঙ্কা করছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা

এত অল্প সময়ের মধ্যেই ঘনঘন অগ্নুৎপাতের জন্যই সুনামির আশঙ্কা করছে অনেকেই। একই মত বিশেষজ্ঞ দেরও। ভলকানোলজি এজেন্সির মতে ১৮৭১ সালের মতো বিশাল সুনামি আবারও ধেয়ে আসতে পারে।সেই সময়ও ঠিক এরকমই অবস্থা হয়েছিল। তাই সেখানকার সরকার আর কোন ঝুঁকি নিতে চাইছে না।

ইন্দোনেশিয়া সরকার কি ব্যবস্থা নিচ্ছেন ?

  • অগ্নুৎপাত কবলিত এলাকা গুলি থেকে জনগণকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
  • আজকের মধ্যে সাধারণ মানুষকে উপকূল থেকে দূরে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
  • পর্যটকদের এবং বিদেশীদের বাসিন্দাদের বিশেষভাবে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
  • উপকূলে কোনরকম মৎস্য শিকার বা এই ধরনের কোন কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে।
  • সরকার এবং বিপর্যয়ের মোকাবেলা টিম গোটা পরিস্থিতির উপর নজর রাখছে।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad