Indian Ocean Nuclear Plant: রাশিয়ার নতুন পরমাণু টেকনোলজি ভারতের সমুদ্রে

Published On:

Russia New Nuclear Techonology in Indian Ocean:: রাশিয়া ও ভারতের সম্পর্ক অতীত থেকেই চলে আসছে।অতীতে ভারতের সমস্ত বিপদের সময় রাশিয়ায় একমাত্র দেশ যে ভারতের পাশে দাঁড়িয়ে ছিল।বর্তমানে দুই দেশ দুজনের বিপদের সময় একে অপরকে সাহায্য করে থাকে। পুতিন এবার ভারতকে দিতে চলেছে নতুন পরমাণু টেকনোলজি। 

ভারত ও রাশিয়ার নতুন পরমাণু প্রযুক্তি

রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর গোটা বিশ্বের সমস্ত দেশ এক রকম রাশিয়ার বিরোধিতা করলেও ভারত নিজের বন্ধুত্বকে ভোলেনি। কোন বড় শক্তিধর দেশের কথা তোয়াক্কা না করে ভারত নিজের বন্ধুত্ব বজায় রেখেছে।

একদিকে যেমন ভারতে চতুর্দিকে রয়েছে ভারতের বিভিন্ন শত্রুদেশ। ঠিক সেরকম বর্তমানে রাশিয়া কেউ চতুর্দিকে ঘিরে রেখেছে বিভিন্ন শত্রু দেশ দিয়ে। তবে বর্তমানে দুই দেশী সামরিকভাবে এবং পারমাণবিকভাবে শক্তি সম্পন্ন।

WB Best Engineering College 2024: রাজ্যের সেরা পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজে

শুধু নিজেদের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য ভারতে এবং জল এবং স্থল উভয় জায়গাতেই তৈরি হতে চলেছে পরমাণু চুল্লি।রাশিয়ার পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর প্রধান অ্যালেক্সেই লিখাচেভে এবং ভারতের পরমাণু সংস্থা ‘অ্যাটমিক এনার্জি কমিশন’-এর প্রধান অজিতকুমার মোহান্তি আয়বেরিয়াতে একটি বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি।

কি কি আলোচনা করা হয় বৈঠকে ?

  • সংবাদ মাধ্যম থেকে যে খবরগুলি প্রাপ্ত হয়েছে সেগুলি হল-
  • ভারতের পরমাণু  ব্যবস্থা আরো উন্নততর হবে।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জলে ভাসমান পারমাণবিক চুল্লি তৈরি।বর্তমানে এই প্রযুক্তি শুধুমাত্র রাশিয়ার কাছে আছে।
  • কম খরচে বেশি শক্তি উৎপাদনের জন্য আরো উন্নত প্রযুক্তির ব্যবহার হবে। 

ভাসমান পারমাণবিক চুল্লির সুবিধা

  • এটি পরিবেশবান্ধব হবে।
  • মৃত্তিকা দূষণ হবে না।
  • এক স্থান থেকে অন্য স্থানে ইচ্ছামত সরিয়ে নিয়ে যাওয়া যাবে।
  • প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ স্থানান্তরিত করা যাবে।
  • কোনরূপ বিস্ফোরণ হলে স্থলভাগের তুলনায় ক্ষয়ক্ষতি কম হবে।
  • যেহেতু এটি জলে ভাসমান অবস্থায় থাকবে সেহেতু ভূমিকম্প প্রতিরোধী হবে।
  • কংক্রিটের প্রয়োজন হবে না। 

ভাসমান পারমানবিক চুল্লির অসুবিধা

  • ভারতের উপকূলে প্রায় ঘূর্ণিঝড় হতে থাকে। তাই এই ধরনের আবহাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ভারতের বোম্বেহায়ে সাগর সম্রাট এবং সাগর বিকাশ নামক দুটি তেল উৎপাদনকারী জাহাজ একই পদ্ধতিতে আরব সাগরে তেল উত্তোলন করে চলেছে।
  • হয়তো এতে দেশের স্থলভাগের দূষণ কম হবে। তবে উপকূলবর্তী অঞ্চলে এর কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad