India Post Office Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য একটি খুশির খবর প্রকাশিত হয়েছে পোস্ট অফিসের পক্ষ থেকে। প্রায় লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশে।
India Post Office Recruitment 2024
India Post Office Recruitment 2024 : পোস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবার গ্রুপ ডি লেভেলের পদে তথা পোস্টম্যান, মেলগার্ড ও এটিএস পদে নিয়োগ করা হবে। এবার সে সমস্ত প্রার্থীদের অপেক্ষার অবসান হবে যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে চাকরি করতে চাই । নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরায় আবেদন করতে পারবে এখানে। যেহেতু পোস্ট অফিসের চাকরি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী হবে তাই বেতনও তুলনামূলক অনেকটাই বেশি হবে বলে আশা করা যায়।
শূন্যপদ
ভারতীয় পোস্ট অফিসে যেসব শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- পোস্টম্যান – 59099 টি
- মেলগার্ড -1445 টি
- মাল্টিটাস্কিং স্টাফ -37539 টি
মোট শূন্যপদ -সব মিলিয়ে প্রায় এক লক্ষ্যের মতো শূন্যপদ ঘোষণা করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
India Post Office Recruitment 2024 : মাধ্যমিক বা মাধ্যমিকের সমমানের যেকোনো যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবে চাকরিপ্রার্থীরা। এক্ষেত্রে উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবে, তবে শুধুমাত্র মাধ্যমিকের যোগ্যতায় প্রার্থী নির্বাচিত হবে।
বয়সসীমা
India Post Office Recruitment 2024 : এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সে ছাড় (OBC দের জন্য 3 বছর,SC/ST দের জন্য 5 বছর) দেওয়া হয়েছে।
বেতন
কেন্দ্র সরকারের বেতন অনুযায়ী চাকরিপ্রার্থীরা প্রতি মাসে 25500 টাকা থেকে 81100 টাকা পাবেন।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের
- আবেদনকারী কে প্রথমে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট( indiapost.gov.in )এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, নিজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
- এরপর আবেদন পত্রটি ভালোভাবে পড়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমান পত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড।
- ফটো ও সিগনেচার।
নিয়োগ প্রক্রিয়া
লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগের বিজ্ঞপ্তি অনেকদিন আগে প্রকাশিত হলেও আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি যা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আপনারা যারা পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করতে চান তারা অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Official Website | Click Here |