India FootBall captain Sunil Chhetri to Retiring international football: ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী।এবার কে নেবে ভারতীয় ফুটবলের দায়িত্ব??

Published On:

অবশেষে ভারতীয় ফুটবল থেকে অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী।সুনীল ছেত্রী আগামী ৬ জুন তার শেষ ম্যাচটি খেলবেন বলে জানিয়েছেন একটি ভিডিও বার্তা তে। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তা দিয়ে সুনীল ছেত্রী জানিয়ে দেন যে তিনি এবার ভারতীয় ফুটবল থেকে অবসর নিতে চলেছেন এবং ছয় জুন হল তার শেষ ম্যাচ।

 সুনীল ছেত্রীর পর কে নেবে ভারতীয় ফুটবলের দায়িত্ব??

৬ জুনের পর থেকে শেষ হচ্ছে সুনীল ছেত্রীর ফুটবল যুগ।বর্তমানে চিন্তিত ভারতীয় ফুটবল বোর্ড এবং সকল দেশবাসী। কারণ ভারতীয় ফুটবল দলের মূল স্তম্ভ হল সুনীল ছেত্রী। ইনি না থাকলে ভারতীয় ফুটবল দলে ভবিষ্যতে গোল কে করবে সেটা নিয়ে একটি দুশ্চিন্তার বিষয় দাঁড়িয়েছে।

PDS Kerosene Closed in Ration Card 2024: তাহলে কি আর পাওয়া যাবে না রেশনে কেরোসিন? পশ্চিমবঙ্গের গ্রাহকেরা পাবেন তো?

সুনীল ছেত্রী জন্ম কত সালে?

3 রা আগস্ট 1984

সুনীল ছেত্রীর বর্তমান বয়স কত?

39 বছর

সুনীল ছেত্রী কোথায় জন্মগ্রহণ করেন?

বর্তমান ভারতের তেলেঙ্গানা রাজ্যে

সুনীল ছেত্রী বর্তমানে কোন দলের সঙ্গে যুক্ত? 

বেঙ্গালুরু

সুনীল ছেত্রী অবসরের আগে শেষ ম্যাচটি কোন দলের সঙ্গে খেলবেন?

আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন।

সুনীল ছেত্রীর শেষ ম্যাচটি কোথায় হবে? 

এই ম্য়াচটি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হবে।

সুনীল ছেত্রী ভারতীয় ফুটবল দলে কবে যোগদান করেন?

২০০৫ সালে

কারা হতে পারে ভারতের ফুটবল দলের উত্তরসূরী?

মনবীর সিংহ , বিক্রম প্রতাপ সিংহ , লালিয়ানজুয়ালা ছাংতে

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad