নিজের অজান্তেই হঠাৎ করে বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসের নোটিশ চলে আসছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে আপনি অত্যাধিক মাত্রায় অনলাইন ট্রানজেকশন করেছেন। কেন আসছে এই নোটিশ , তাহলে এবার কি করনীয় ? জানবো বিস্তারিত।
Income Tax Notice For Using UPI Transection
বর্তমানে সময় যত আধুনিক হয়েছে মানুষ নিজেকে তত বর্তমান সমাজের মতো মানিয়ে নিয়েছে। অনলাইন ট্রানজেকশন হলো একটি এর গুরুত্বপূর্ণ উদাহরণ। বর্তমানে কমবেশি সকল বয়সের জনগণে অনলাইন ট্রানজেকশন করে থাকে। তবে এখানেও কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যেগুলি অনেকেই জানেনা যার ফলে একটি মোটা অংকের ট্যাক্স জমা করতে হয় হঠাৎ করে।
Primary Tet Academic Score Calculator: প্রাইমারি টেট একাডেমিক স্কোর ক্যালকুলেটর
Income Tax Notice For Using UPI Transection: বর্তমানে ছোট থেকে বড় সকলেই ফোন পে , পেটিএম , গুগল পে , অ্যামাজন পে , UPI এই সকল অ্যাপসের মাধ্যমে প্রতিদিনই অসংখ্য অনলাইন ট্রানজেকশন করে থাকে। সর্বাধিক কতটা পরিমাণ টাকা ট্রানজেকশন করলে ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ আসবে সে বিষয়ে আগে কোন তথ্য দেওয়া হয়নি। তবে এখন কিছু নতুন গাইডলাইন চালু করা হয়েছে।
UPI ট্রানজেকশনে কি কি সমস্যা রয়েছে ??
- অত্যাধিক পরিমাণে ট্রানজেকশন করা হয়।
- Reward বা ক্যাশব্যাক এর জন্য ছোট ছোট অনেক ট্রানজেকশন করা হয়ে থাকে।
- অনেকে একের অধিক ব্যাংক একাউন্ট থেকে একাধিক ট্রানজেকশন করে থাকে।
UPI পেমেন্ট এর জন্য কেন আসতে পারে ইনকাম ট্যাক্স এর নোটিস ?
- UPI এর মাধ্যমে লেনদেনের কোন নির্দিষ্ট সীমা না থাকায় অত্যাধিক লেনদেনের কারণে নোটিশ আসতে পারে।
- একাধিক ব্যাংক একাউন্ট থেকে ট্রানজেকশন হলেও একজন ব্যাক্তিটি প্যান কার্ড হওয়ায় ইনকাম ট্যাক্স অফিস থেকে প্যান কার্ডের ওপর নজর রাখা হয় এবং একটি মোটা অংকের ট্রানজেকশন দাঁড়িয়ে যায়। যার ফলে নোটিশ আসতে পারে।
- বাৎসরিক ৮ লাখ বা দশ লাখ বা কুড়ি লাখের লেনদেন হলেও নোটিশ আসতে পারে। নোটিশ যে কোন সময় আসতে পারে। বছর পেরিয়ে গেল নোটিশ পেল না মানে ভবিষ্যতে নোটিশ আসবে না এমন নয়। দশ বছর কুড়ি বছর পরেও নোটিশ আসতে পারে।
আয়কর দপ্তর UPI লেনদেনে কিভাবে নজর রাখে?
আয়কর দপ্তর শুধুমাত্র প্যান কার্ডের ওপর নজর রাখে। একটি প্যান নম্বর দিয়ে কতগুলি একাউন্ট ব্যবহার করা হচ্ছে ? বাৎসরিক কত টাকা ট্রানজেকশন করা হচ্ছে একটি প্যান কার্ড নম্বর দিয়ে ? এগুলি দেখাশোনা করার কাজ আয়কর দপ্তরে। এর ভিত্তিতেই আয়কর দফতর আপনার ওপর নজর রাখে।
কতো টাকা লেনদেনে করলে আসবে ইনকাম ট্যাক্স এর নোটিস?
- নতুন নিয়ম অনুযায়ী বছরে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনরূপ ট্যাক্স দিতে হয় না।
- ইনকাম এর কাছাকাছি হলে ITR ফাইল করে জমা দিতে হবে।
নতুন ইনকাম টেক্স নিয়ম অনুযায়ী কত টাকা ইনকামের উপর কাদেরকে কত ইনকাম ট্যাক্স দিতে হবে?
এই বিষয়ে নিচের ছবিতে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে –
কিভাবে এর থেকে বাঁচবেন?
- ক্যাশব্যাক এর চক্করে অযথা বন্ধুদের সঙ্গে ট্রানজেকশন করা যাবে না।
- ব্যবসার ক্ষেত্রে অনলাইন ট্রানজেকশন করতে হলে ব্যাংক একাউন্ট অবশ্যই কারেন্ট ব্যাংক একাউন্ট হতে হবে। সেভিংস ব্যাংক একাউন্ট হলে হবে না।
- শুধুমাত্র প্রয়োজনে অনলাইন ট্রানজেকশন করুন।
- আপনি কাউকে 10000 টাকা পাঠালেন , একটু পর আবার সে ওই 10000 টাকাটি আপনাকে ফেরত দিল। এক্ষেত্রে যদিও আপনার একাউন্টে 10000 টাকায় থাকল। তবে ইনকামের আওতায় আপনার হলো 20000 টাকা।
- এইজন্য ব্যবসায়িক একাউন্ট গুলি অবশ্যই কারেন্ট একাউন্ট হতে হবে। কারেন্ট একাউন্ট হলে বছরে পঞ্চাশ লাখ টাকা অব্দি ছাড় পাওয়া যায়।
লেনদেন অনেক বেশি হলে কি করনীয় ?
যদি একান্তই আপনার কোন কারণবশত লেনদেন অনেক বেশি হয়। হয়তো প্রতিমাসে আপনার একাউন্টে টাকা ঢোকে এবং আপনাকে সেই টাকা থেকে আপনার কর্মচারী বা অন্য কাউকে টাকা পেমেন্ট করতে হয়, সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই ITR ফাইল করে সরকারকে স্পষ্টভাবে আপনার ট্রানজেকশন বুঝিয়ে দিতে হবে। তাহলে আপনাকে নোটিশ পাঠাবে না।