ICDS Exam Syllabus 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের সিলেবাস

Published On:

ICDS Exam Syllabus 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের সিলেবাসআজ ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের সিলেবাসটি বাংলায় Share করলাম।এখান থেকে ICDS AWW পরীক্ষায় কোন কোন বিষয় থাকবে, কোনটাই কত নম্বর থাকবে সেগুলি সমন্ধে ধারনা পাবে।

ICDS Anganwdi & Helper Syllabus 2024

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

  • যে কোনো স্বীকৃত বোর্ড (Recognized Board) থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (সাধারণ, তপশিলী জাতি, তপশিলী উপজাতি- সকলের ক্ষেত্রেই প্রযোজ্য)।
  • উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীপদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না।

বয়স

18 বছর থেকে 45 বছর ।                             

স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত

  • স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড (EPIC) বিবেচনা করা হবে।
  • যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড (EPIC) না থাকে, তাহলে সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য ; জেলার সভাধিপতি ; সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ; জেলা শাসক ; অতিরিক্ত জেলা শাসক ; সংশ্লিষ্ট মহকুমা শাসক ; সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি ; সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক ; সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান ; সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান ; সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলর ; কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বিবেচিত হবে।
  • প্রসঙ্গত, যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তাঁর পদে যোগদান করার আগে অবশ্যই তাঁর ভোটার কার্ড (EPIC) পেশ করতে হবে।  অন্যথায় তাঁর নিয়োগ/যোগদান গৃহীত/অনুমোদিত হবে।

Krishi Viswavidyalaya Recruitment 2024: রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, কৃষি বিশ্ববিদ্যালয়ে

সমস্ত জেলাই এখনও নোটিশ না দিলেও এই Syllabus ই সমস্ত জেলার জন্য প্রযোজ্য ।

নিয়োগ পদ্ধতি

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ              
  • মোট নম্বর 100 নম্বর
  • লিখিত পরীক্ষায় 90 নম্বর
  • মৌখিক পরীক্ষায় 10 নম্বর

WBJEE Counseling New Schedule: বাড়ানো হল রাজ্য জয়েন্ট কাউন্সেলিং প্রক্রিয়া

লিখিত পরীক্ষার ধরণ

বিষয়প্রশ্ন সংখ্যানম্বরসময়
বাংলা1152 ঘন্টা প্রতিবন্ধীদের জন্য 2 ঘন্টা 40 মিনিট
অঙ্ক2020
স্বাস্থ্য ও সমাজ1515
ইংরেজি2020
সাধারণ জ্ঞান2020
মোট90
  • পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই।
  • ইংরেজী ব্যাতিত সকল প্রশ্ন বাংলা ভাষায় হবে। 
  • পাশমার্ক :- 30 নম্বর [ যে কোনো Category এর পরীক্ষার্থীর জন্য ]

বাংলার সিলেবাস

বাংলার ক্ষেত্রে থাকবে 15 নম্বরের একটি রচনা লিখন ।  কমপক্ষে 150 টি শব্দের মধ্যে । ( অষ্টম শ্রেণিমানের )        

ইংরেজি সিলেবাস

Basic Grammar ( অষ্টম,নবম শ্রেণিমানের ) 

  • Tense ( বিশেষ করে Verb )
  • Article & Preposition
  • Translation
  • Voice Change
  • Narration Change
  • Synonym &  Antonym

গণিত সিলেবাস

পাটিগণিত   ( অষ্টম শ্রেণিমানের ) 

  • মূলদ সংখ্যার ধারণা
  • শতকরা
  • মিশ্রণ
  • সময় ও কার্য
  • সরল
  • গ.সা.গু  ও ল.সা.গু
  • সংখ্যা গণনা

স্বাস্থ্য ও সমাজ সিলেবাস

পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান

  • স্বাস্থ্য সম্পর্কীত বিভিন্ন পুষ্টি
  • ভিটামিন ও তার উৎস
  • সাধারণ কিছু রোগ ও তার প্রতিকার
  • কিছু স্বাস্থবিধি
  • সমাজে নারীর ভূমিকা
  • শারীরিক এবং সামাজিক পরিবেশ
  • পরিবেশ এবং স্বাস্থ্য।

সাধারণ জ্ঞান সিলেবাস

অষ্টম শ্রেণিমানের        

  • ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগলিক অবস্থান এবং তাদের পরিবেশ।
  • পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা।
  • খাদ্য, আশ্রয়, পোশাক, ভ্রমণ বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র, খাদ্যশৃঙ্খল।
  • বায়ুমণ্ডল, ভূমি, জল।
  • পরিবেশ দূষণ।
  • প্রাকৃতিক সম্পদ।
  • পরিবার এবং বন্ধুবান্ধব।
  • বর্জ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা।
  • বিশ্বের পরিবেশগত সমস্যা।
  • কারেন্ট অ্যাফেয়ার্স

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad