No Internet UPI Payment: ইন্টারনেট না থাকলেও করা যাবে UPI পেমেন্ট! এটাও এখন সম্ভব

Published On:

No Internet UPI Payment: অনেকে মনে করে বর্তমান যুগ হচ্ছে ডিজিটালের যুগ। এখন আর টাকা পয়সা হাতে হাতে লেনদেন করতে হয়না। এখন সব কাজেই মানুষ টাকা পেমেন্ট করতে UPI Payment কে বেছে নেই। ভারতে UPI পরিষেবা ২০১৬ সালে শুরু হয় যা বর্তমানে মানুষের ভীষণ পছন্দের।

How to set No Internet UPI Payment System

আমেরিকা ও চিনের মত বড় দেশগুলোকে পিছনে রেখে ভারত এগিয়ে রয়েছে UPI পেমেন্টের ক্ষেত্রে। এই তথ্য পাওয়া গেছে NPCI রিপোর্ট থেকে।

ইন্টারনেট না থাকলেও করা যাবে UPI পেমেন্ট

ইন্টারনেট থাকলে UPI Payment করা সম্ভব হয়। কিন্তু সব সময় ইন্টারনেট দসঠিক ভাবে না চলার কারণে এই পরিষেবাতে সমস্যা দেখা যায়। তবে এই কথাগুলোকে মাথায় রেখে NPCI কয়েকদিন আগে শুরু করে ইন্টারনেট ছাড়াই UPI Payment। একটি গোপন কোড এবং কয়েকটি ধাপের মাধ্যমে আপনারাও এই সুবিধা পাবেন। নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করলে আপনিও ইন্টারনেট ছাড়াই করতে পারবেন UPI পেমেন্ট।

PM Silai Machine Yojana 2024: সেলাই মেশিন কিনতে দেওয়া হচ্ছে টাকা

ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার পদ্ধতি –

  • আধার কার্ড এবং মোবাইল নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এর লিঙ্ক থাকতে হবে।
  • অবশ্যই আপনার একটি UPI আইডি থাকতে হবে।
  • ‘*99#’ এই USSD কোডটি আপনাকে স্মরণকরে রাখতে হবে।
  • এই কোডটি মোবাইলে টাইপ করে কল করতে হবে।
  • এরপরে একটি ওয়েলকাম বার্তা ও একটি নতুন পেজ ওপেন হবে।
  • পরবর্তী পেজে অনেক অপশন পাবেন, আপনার প্রয়োজনীয় অপশন বেছে নিতে হবে।
  • পেমেন্ট পাঠাতে চাইলে “সেন্ড” এবং পেতে চাইলে “রিকোয়েস্ট মানি” নির্বাচন করুন।
  • তারপর মোবাইল নম্বর বা UPI আইডি নির্বাচন করে, যাকে পেমেন্ট করবেন তার তথ্য দিন।
  • সব তথ্য পূরণ হলে, UPI পিন দিয়ে লেনদেন সম্পন্ন করুন।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad