Online transactions: UPI এর মাধ্যমে লেনদেন সতর্কতা গুলো মানতে হবে

Published On:

How to secure online transactions: ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আমরা টাকাপয়সার লেনদেন করতে পারি। তবে এই সুবিধার সঙ্গে সঙ্গে আসে কিছু ঝুঁকিও। যদি আমরা সঠিকভাবে সতর্ক না থাকি, তাহলে অনলাইনে প্রতারণার শিকার হতে পারি। ইউপিআই-তে লেনদেন করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না রাখলেই আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থাকে। এই আর্টিকেলে আমরা আলোচনা করব সেই সতর্কতাগুলো সম্পর্কে, যেগুলো না মানলে আপনার ইউপিআই লেনদেন বিপদের মুখে পড়তে পারে।

How to secure online transactions

  • ফোনে ইউপিআই অ্যাপ থাকলে পিন বা পাসওয়ার্ড দিয়ে সবসময় স্ক্রিন লক রাখুন। স্ক্রিন লক থাকলে আপনি ছাড়া অন্য কেই আপনার ফোন ব্যবহার করতে পারবেনা।
  • ইউপিআই-তে টাকা পয়সা লেনদেন করতে ৪ বা ৬ সংখ্যার হয় পিন নম্বর দিতে হয়। সহজ কোনো পিন নম্বর দেবেন না। এছাড়া এই পিন নম্বরটি ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না।

Cash Deposit With UPI: আর নয় ডেবিট কার্ড, নতুন ফিচারে UPI-এর মাধ্যমেই ক্যাশ জমা করুন

  • লেনদেনের আগে ‘ভার্চুয়াল পেমেন্টস অ্যাড্রেস’ (ভিপিএ) বা ইউপিআই আইডি তৈরি করুন, যা মোবাইল নম্বর বা অক্ষর-সংখ্যা দিয়ে হয়। সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রাপকের নাম নিশ্চিত করুন; এক্ষেত্রে একদমই ভুল করা যাবেনা।
  • ভুলভাল কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। লিঙ্কের মাধ্যমেও অনেক ধরনের জালিয়াতি করা হয়।
  • যেকোনো পেমেন্টের জন্য অনুমতি দেওয়ার আগে দুইবার চিন্তা করুন এবং যাচাই করুন যে এটি নিরাপদ।
  • যে কোনো সমস্যা হলে আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে অবিলম্বে যোগাযোগ করুন।

How to secure online transactions

বর্তমানে ইউপিআই লেনদেনের জন্য পাসওয়ার্ড এবং পিন ব্যবহৃত হয়, তবে এগুলি যথেষ্ট নিরাপদ নয়। জালিয়াতরা সহজেই এগুলি হ্যাক করতে পারে। বায়োমেট্রিক অথেন্টিকেশন একটি নিরাপদ বিকল্প, কারণ প্রত্যেক ব্যক্তির বায়োমেট্রিক ডেটা স্বতন্ত্র এবং নকল করা সম্ভব নয়। তাই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করা বেশি নিরাপদ।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad