অনেক ছাত্র ছাত্রীর স্বপ্ন থাকে সরকারি পদে চাকরি করার। বড় কোনো অফিসার পদে নিজেদের দেখার ইচ্ছা সবারই থাকে। এইরকমই একটি চাকরি হচ্ছে আইপিএস (IPS) অফিসার। লক্ষ লক্ষ পড়ুয়াদের স্বপ্ন থাকে আইপিএস (IPS) অফিসার হওয়ার। কিন্তু তার জন্য প্রয়োজনা ধর্য এবং স্বপ্ন পূরণের ইচ্ছাশক্তি।
How to Become IPS Officer
অনেকেই আবার জানেনা কীভাবে একজন আইপিএস (IPS) অফিসার হওয়া যায়। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে আইপিএস (IPS) অফিসার হওয়ার তাহলে তার আগে জেনে নিতে হবে এই পদের যাবতীয় তথ্য।
একজন আইপিএস (IPS) অফিসার হতে আপনাকে কি যোগ্যতা সম্পন্ন হতে হবে, অফিসারের দায়িত্ব, বেতন সহ বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
IPS এর পূর্ণরূপ কি?
Indian Police Service বা বাংলায় বলা হয় ভারতীয় পুলিশ পরিষেবা।
GDS Document Verification 2024: কোথায় যাবেন? কোন ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে?
IPS অফিসারের বিভিন্ন পদ:
- Inspector General of Police (IGP)
- Additional Superintendent of Police (ASP)
- Superintendent of Police (SP)
- Director General of Police (DGP) ইত্যাদি।
কীভাবে হবেন IPS অফিসার?
প্রতি বছর জানুয়ারি-মার্চ মাসে UPSC-এর মাধ্যমে IPS পরীক্ষার জন্য ফর্ম পূরণ শুরু হয়। লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নেয়, তবে শুধুমাত্র যোগ্যরা নির্বাচিত হন।
IPS চাকরি পাওয়া সহজ নয়, তবে দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রম করলে তা সম্ভব। ইচ্ছাশক্তির মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়।
একজন IPS অফিসারের যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করলে UPSC-এর মাধ্যমে IPS পরীক্ষায় অংশ নেওয়া যায়। B.Com, B.Sc, BCA, ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন।
বয়সসীমা:
সাধারণ শ্রেণির প্রার্থীরা 21 থেকে 32 বছর বয়সের মধ্যে IPS অফিসার হতে পারবে। এছাড়া OBC শ্রেণির প্রার্থীরা 21 থেকে 35 বছর এবং SC/ST শ্রেণির প্রার্থীরা 21 থেকে 37 বছর বয়সের মধ্যে IPS অফিসার হতে পারবে।
দৃষ্টিশক্তি:
IPS পদের জন্য সাধারণ চোখের দৃষ্টিশক্তি 6/6 বা 6/9 এবং দুর্বল চোখের ক্ষেত্রে 6/12 বা 6/9 হওয়া বাধ্যতামূলক।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: | General | SC/ST |
মহিলা (Female) | 150 CM | 145 CM |
পুরুষ (Male) | 165 CM | 160 CM |
বুকের ছাতি:-
পুরুষ (Male) | 84 CM |
মহিলা (Female) | 79 CM |
একজন IPS অফিসারের বেতন কত রয়েছে?
IPS অফিসারের বেতন পোষ্ট ও র্যাঙ্ক অনুযায়ী ভিন্ন হয়, যা মাসিক 56,100 থেকে 2,25,000 টাকার মধ্যে হয়ে থাকে।
নিয়োগ পদ্ধতি:
IPS অফিসার পদে চাকরি পেতে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা একজন IPS অফিসার পদে চাকরি পাবে। তিনটি পরীক্ষা হল:-
- প্রথমে রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)
- দ্বিতীয় ধাপে মেন পরীক্ষা (Main Examination)
- সবশেষে ইন্টারভিউ (Interview)
প্রিলিমিনারি পরীক্ষা:-
প্রিলিমিনারি পরীক্ষা 400 নম্বরের MCQ ভিত্তিক হয়, যেখানে জেনারেল স্টাডিজের দুটি পেপার থাকে, প্রতিটি 200 নম্বরের।
মেন পরীক্ষা:-
মেন পরীক্ষা 1750 নম্বরের, মোট 9টি পেপার থাকে। এর মধ্যে 2টি কোয়ালিফাইং পেপার (600 নম্বর), 5টি জেনারেল স্টাডিজ পেপার, এবং 2টি কম্পালসারি পেপার থাকে।
ইন্টারভিউ:-
প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে 275 নম্বরের ইন্টারভিউ হয়। ইন্টারভিউ 45 মিনিটের এবং প্রশ্নকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন।
মেন পরীক্ষা ও ইন্টারভিউ মিলিয়ে সর্বমোট নম্বর 2025।
একজন IPS অফিসারের দায়িত্ব এবং কাজ কি?
- IPS অফিসারদের প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করা।
- IPS অফিসাররা অপরাধীদের গ্রেফতার, মাদক চক্র, নারী পাচার, ও মাওবাদী দমনসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
- অভিজ্ঞ IPS অফিসারদের CBI, RAW, IB-এর মতো সংস্থায় নেতৃত্বের দায়িত্বও দেওয়া হয়।
IPS অফিসারের ট্রেনিং কোথায় দেওয়া হয়?
পরীক্ষা ও ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট প্রকাশিত হয়, যা অনুযায়ী IPS, IAS, IFS, IRS ইত্যাদি পদে নিয়োগ দেওয়া হয়। নির্বাচিত প্রার্থীদের লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক অ্যাকাডেমিতে (LBSNAA) ছয় মাসের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। এরপর হায়দ্রাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল পুলিশ অ্যাকাডেমিতে আইন ও বিচার বিভাগের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
IPS অফিসার হওয়া নিয়ে বিস্তারিত জানার জন্য এই লেখাটি তৈরি করা হয়েছে, যাতে আপনি সব তথ্য এক জায়গায় পেতে পারেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের জানান। চাকরির আপডেট ও তথ্যের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।