How To Become BDO Officer: স্কুল জীবন থেকেই অনেকের স্বপ্ন থাকে সরকারি অফিসার পদে চাকরি করার। তবে সরকারি চাকরি পাওয়া সহজ বিষয় নয়। নিজেকে সরকারি অফিসার পদে চাকরি করার জন্য যোগ্য করে তুলতে হয়। তার জন্য কঠিন অধ্যাবসায় ও ধৈর্য্য থাকতে হবে। পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং জানতে হবে সঠিক পথ। অনেকের স্বপ্ন রয়েছে BDO অফিসার পদে চাকরি করার। কিন্তু অনেকেই জানেনা তারা কীভাবে BDO হবেন? BDO হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে? BDO হতে গেলে এই বিষয়গুলো আগে জানা দরকার। আজকের প্রতিবেদনে রইলো কীভাবে বিডিও হবেন তার বিস্তারিত তথ্যগুলো।
BDO এর পুরো কথা কী? (How To Become BDO Officer)
ব্লক ডেভেলপমেন্ট অফিসার (Block Development Officer)। BDO হল গ্রুপ সি স্তরের একটি চাকরি।
Nabanna Scholarship: রাজ্যের পড়ুয়ারা পাবে ১০ হাজার টাকা! ঘরে বসেই আবেদন
BDO Officer হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা
- স্বীকৃত কোনো বোর্ড থেকে যে কোনো স্ট্রিমে স্নাতক পাস করলেই BDO অফিসার হওয়া যায়।
- এছাড়াও Hotel Management, Medical, BCA, BBA ইত্যাদিতে স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
- একজন BDO অফিসারের কী কাজ বা দায়িত্ব রয়েছে?
- ব্লকের উন্নয়নে কাজ করাই একজন BDO অফিসারের প্রধান দায়িত্ব।
- বিডিওর কাজ হলো রাজ্য সরকারের প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়ন করা।
- BDO অফিসার পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের নির্দেশ দেন, যা মেনে তাদের কাজ করতে হয়।
BECIL Recruitment 2024: শিশু সুরক্ষা দপ্তরে মোটা বেতনের চাকরি
বিডিও অফিসার হওয়ার জন্য বয়সসীমা:
জেনারেল প্রার্থীরা ২১ থেকে ৩৬ বছর বয়সের মধ্যে বিডিও অফিসার হতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
- OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে।
- SC/ ST প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে।
- PWD প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছরের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি (How To Become BDO Officer):
- প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)
- মেন পরীক্ষা (Main Exam)
- ইন্টারভিউ (Interview)
এই তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই তিনটি ধাপে উত্তীর্ণ প্রার্থীরা BDO অফিসার পদে যোগ্য বলে বিবেচিত হয়।
পরীক্ষার সময়সীমা ও সিলেবাস:
- প্রথম ধাপে :: প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)- এই পরীক্ষাতে ২ঘণ্টা ৩০ মিনিট সময় দেওয়া হয় তার মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
- দ্বিতীয় ধাপে :: মেন পরীক্ষা (Main Exam)- প্রিলিমিনারি পাস করলে এই পরীক্ষায় বসা যায়। এই পরীক্ষাতে ৮টি পেপার রয়েছে, প্রতিটি পেপারে রয়েছে ১৫০ নম্বর এবং সময় দেওয়া হয়েছে ৩ ঘণ্টা।
- তৃতীয় ধাপে :: ইন্টারভিউ (Interview)- প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ এর ডাক মেলে। এক্ষেত্রে ইন্টারভিউ দিতে হয় ১৫০ নম্বরের।
বিডিও অফিসারের মাসিক বেতন কত?
পে লেভেল ১৪-এর আওতায় এই রাজ্যের একজন বিডিও অফিসারের মাসিক বেতন সর্বনিম্ন ৩৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা পর্যন্ত। চাকরিতে যোগদান করার পর, একজন BDO প্রায় ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকা বেতন (ডিএ, মেডিকেল এলাউন্স ও হাউস রেন্ট এলাউন্স সহ) পান।
আবেদন পদ্ধতি ( (How To Become BDO Officer):
WBCS পরীক্ষা দিয়ে BDO অফিসার হওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নেওয়া হয় WBCS পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে হবে।