WB BLRO Office Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই নিয়োগ চালু হয়েছে। পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। তাহলে চলুন দেরি না করে জেনেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বেতন সহ খুঁটিনাটি বিষয়গুলো আজকের প্রতিবেদনে।
How to Apply WB BLRO Office Recruitment 2024
পোস্টের নামঃ এখানে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ করা হবে।
মোট শুন্যপদঃ এখানে মোট ১৫টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমাঃ ০১/০৭/২০২৪ তারিখ অনুসারে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতনঃ এই পদে (WB BLRO Office Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে ১১,০০০/- টাকা।
যোগ্যতাঃ এই পদে (WB BLRO Office Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীদের পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে। গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের কাজে দক্ষ হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিন।
আবেদন ফিঃ এই পদে (WB BLRO Office Recruitment 2024) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
How to Apply WB BLRO Office Recruitment 2024
আবেদন পদ্ধতিঃ
- আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই purbabardhaman.nic.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।
- এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আবেদন ফি জমা ছাড়াই আবেদন জমা করতে পারবেন।
এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে, পড়ে ও বুঝে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন। বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
WB BLRO Office Recruitment 2024 Notification
- আবেদন শুরুঃ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।
- আবেদন শেষঃ ১৪/০৯/২০২৪ তারিখে।