PNB Recruitment 2024: লিখিত পরীক্ষা ছাড়াই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ

Published On:

PNB Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সকল বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে ব্যাংকে চাকরির সুযোগ। এই পোর্টালে www.pnbindia.in সম্প্রতি প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সকল ভারতীয় আবেদনের যোগ্য। কবে আবেদন প্রক্রিয়া শুরু, কীভাবে আবেদন করবেন জেনেনিন বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।

How to Apply PNB Recruitment 2024

পোস্টের নামঃ এখানে Firewall Security Specialist, SOC Manager ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

মোট শুন্যপদঃ মোট ১৮ টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমাঃ  এই পদ গুলোতে (PNB Recruitment 2024) ২৫ থেকে ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

SSC MTS Exam Date 2024: কবে থেকে শুরু MTS পরীক্ষা? দেখে নিন দিনক্ষণ

বেতনঃ এই পদে (PNB Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে একটি নির্দিষ্ট বেতন রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখেনিন।

যোগ্যতাঃ সরকারি বা বেসরকারি স্বীকৃত কোনো বোর্ড থেকে Technology Information, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সে B.Tech ইত্যাদি কোর্সগুলোতে উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই পদ (PNB Recruitment 2024) গুলোতে নিয়োগ করা হবে।

How to Apply PNB Recruitment 2024

আবেদন পদ্ধতিঃ

  • আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই www.pnbindia.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।
  • এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

PNB Recruitment 2024

  • আবেদন শুরুঃ ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
  • আবেদন শেষঃ ১৯ আগস্ট ২০২৪ তারিখে।
Download NoticeDownload
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad