How to Apply Medhashree Scholarship Online 2024: রাজ্যের পড়ুয়াদের জন্য চালু হলো একটি নতুন স্কলারশিপ, বিস্তারিত জানবো।

Published On:

আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য রয়েছে রাজ্যের নিজস্ব কিছু স্কলারশিপ এ ছাড়া কেন্দ্রের কিছু স্কলারশিপ আরও রয়েছে কিছু প্রাইভেট স্কলারশিপ। তবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মেধাশ্রী স্কলারশিপ সম্পর্কে। কাদের জন্য এই স্কলারশিপ , কিভাবে আবেদন করবে , আবেদনযোগ্যতা কি সমস্ত কিছুই বিস্তারিত পোস্টে দেওয়া হলো।

কি এই মেধাশ্রী স্কলারশিপ ?

স্কলারশিপ নিম্নবৃত্ত শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তা করার জন্য এবং মান আরো উন্নত করার জন্য স্কলারশিপ প্রকল্প চালু করে রেখেছে। বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হল মেধা শ্রী স্কলারশিপ । পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হলো নতুন এই স্কলারশিপ।এই স্কলারশিপ চালু হয়েছে ১৯শে জানুয়ারি ২০২৩ সাল থেকে।অর্থনৈতিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে।

কারা আবেদন করতে পারবে মেধাশ্রী স্কলারশিপ এর জন্য?

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সকল শ্রেণীর পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবে না। OBC অথবা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য এটি ( সার্টিফিকেট বাধ্যতামূলক)
  • কোন বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এই স্কলারশিপ পাওয়া যাবে না।
  • যে সমস্ত পড়ুয়ারা রাজ্যের সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন শুধুমাত্র তাদের জন্য এটি
  • পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপ গ্রহণযোগ্য হবে।
  • তবে আবেদনকারী অন্য কোন স্কলারশিপে আবেদন করে থাকলে এই স্কলারশিপ এর জন্য আলাদাভাবে আর আবেদন করতে পারবে না।
  • পিতা মাতার পারিবারিক আয় অবশ্যই বাৎসরিক আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে।

মেধাশ্রী  স্কলারশিপে কত টাকা পর্যন্ত পাওয়া যাবে?

এই স্কলারশিপে যারা আবেদন করবে অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা তারা বাৎসরিক ৮০০ টাকা করে পাবে।

আবেদন করতে কি কি প্রয়োজন?

  • আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাংকের পাস বই।
  • আধার নাম্বার।
  • বিগত বছরের অর্থাৎ আগের ক্লাসের পরীক্ষার মার্কশিট।
  • পারিবারিক আয় এর প্রমাণপত্র ( SDO / BDO ONLINE )
  • OBC জাতির শংসাপত্র।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • পিতা অথবা মাতার অথবা পরিবারের একটি মোবাইল নম্বর।

Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।

মেধাশ্রী  স্কলারশিপে কিভাবে আবেদন করবে অনলাইনে ?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ( https://wbmdfcscholarship.in/ )ভিজিট করতে হবে।
  • এর পরে হোম পেজের নিউ রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এরপর যা যা তথ্য চাওয়া হবে যেমন নিজের নাম ফোন নাম্বার সমস্ত কিছু দিতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে পাওয়া যাবে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড।
  • পুনরায় হোম পেজে ভিজিট করতে হবে এবং লগ ইন অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এবার একে একে যা যা নথি চাওয়া হবে যেমন নিজের সম্পর্কে সমস্ত তথ্য , পড়াশোনা রেজাল্ট ব্যাংকের তথ্য মোবাইল নম্বর সমস্ত কিছু দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
  • তারপর স্ক্যান করে ছবির সিগনেচার এবং অন্যান্য যেগুলি চাইবে সেগুলি আপলোড করতে হবে।
  • সর্বশেষে সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটির সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করতে হবে।
  • এরপর সমস্ত তথ্য গুলি নিয়ে বিদ্যালয়ে জমা দিতে হবে।

মেধাশ্রী  স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ?

এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি। কিন্তু নিজের দায়িত্বে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দেওয়াই ভালো।

এই স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমরা যত Sarbada.com চ্যানেলের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad