ITBP Recruitment 2024: দশম শ্রেণি পাশে চাকরি! ITBP তে কনস্টেবল পদে নিয়োগ

Published On:

ITBP Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। দশম শ্রেণি পাশেই চাকরির সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে ITBP তে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি। সকল ভারতীয় আবেদনের যোগ্য। কবে আবেদন প্রক্রিয়া শুরু, কীভাবে আবেদন করবেন জেনেনিন বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।

How to Apply ITBP Recruitment 2024

  • পোস্টের নামঃ এখানে Constable পদে নিয়োগ করা হবে যার মধ্যে রয়েছে Gardener, Barber, Safai Karamchari।
  • মোট শুন্যপদঃ মোট ১৪৩ টি শূন্যপদ রয়েছে।
  • বয়সসীমাঃ Safai Karamchari এবং Barber এই পদ দুটিতে ১৮ থেকে ২৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। Gardener পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ২৩ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

WB Land Office DEO Apply 2024: মুর্শিদাবাদ জেলার ভূমি দপ্তরের কর্মী নিয়োগ

  • শারীরিক যোগ্যতা ::
প্রার্থীউচ্চতা
পুরুষ১৭০ সেমি
মহিলা১৫৭ সেমি
গোর্খা, গোড়োয়ালি, ডোগরা ইত্যাদি পুরুষ প্রার্থী১৬৫ সেমি
  • গোর্খা, গোড়োয়ালি, ডোগরা ইত্যাদি মহিলা প্রার্থী ১৫৫ সেমি
  • শুধুমাত্র ছাতি ৮০ সেমি এবং বিস্তার ৮৫ সেমি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে।

ANM(R) & GNM Previous 4 Year : ডাউনলোড করে ফেলো বিগত চার বছরের প্রশ্নপত্র

  • বেতনঃ এই পদে (ITBP Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে একটি নির্দিষ্ট বেতন রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখেনিন।
  • যোগ্যতাঃ স্বীকৃত কোনো বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য
  • আবেদন ফিঃ Gen/ OBC/ EWS প্রার্থীদের আবেদন ফি রয়েছে ১০০/- টাকা। মহিলা ও অন্যান্য প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।

How to Apply ITBP Recruitment 2024

  • আবেদন পদ্ধতিঃ আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
    • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।
    • এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
    • নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

How to Apply Online ITBP Recruitment 2024

আবেদন শুরু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আবেদন শেষ ২৬ আগস্ট ২০২৪ তারিখে।
Download NoticeDownload
Online ApplyClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad