How to Apply For Senior Citizen Card:পশ্চিমবঙ্গেও চালু হলো সিনিয়ার সিটিজেন কার্ড

Published On:

Sarbada.com :: আমাদের দেশে আধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড , স্বাস্থ্য সাথী কার্ড , রেশন কার্ড এই ধরনের অনেক কার্ড রয়েছে। এক একটি কার্ডের এক একটি কাজ রয়েছে। এবার আরো একটি নতুন কার্ড চালু হলো রাজ্যে। কি এই কার্ড ? কি হবে এই কার্ড দিয়ে ? জানবো বিস্তারিত ।

How to Apply For Senior Citizen Card in West Bengal

ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে চালু হয়ে গিয়েছে সিনিয়র সিটিজেন কার্ড। তবে আমাদের পশ্চিমবঙ্গে সরকারিভাবে এখনো এই কার্ড চালু হয়নি।

কি এই নতুন কার্ড ?

  • কার্ডের নাম সিনিয়র সিটিজেন কার্ড। 
  • যে সকল ব্যক্তির ৬০ বছর পূর্ণ হবে তাদের এই কার্ড দেওয়া হবে।
  • কলকাতা পুলিশ “প্রণাম” নামে একটি উদ্যোগ চালান। এই উদ্যোগে যে সকল বৃদ্ধ ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রথম এই কার্ড প্রদান করা হয়।

কেন করা হয়েছে এই নতুন কার্ড ?

  • ৬০ বছর বয়স হয়ে গেলে যারা চাকরি করেন তাদের অবসর নিতে হয় চাকরি থেকে।
  • বৃদ্ধ বয়সে যারা চাকরি করেন না তাদেরও বিভিন্ন আর্থিকভাবে এবং শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয়।
  • এই কার্ড থাকলে সমস্ত কিছুতে পাবে বিশেষ ছাড়।
  • প্রবীণ নাগরিকদের শেষ বয়সের কথা চিন্তা করেই এই কার্ড তৈরি করা হয়েছে।

Income Tax Notice For Using UPI: অনলাইন ট্রানজেকশন করলেই দিতে হবে ট্যাক্স 

 সিনিয়র সিটিজেন কার্ড কে প্রদান করবে?

পশ্চিমবঙ্গের SDO / BDO অফিস থেকে।

সিনিয়র সিটিজেন কার্ডের সুবিধা কি ?

  • ট্রেন বাস বিভিন্ন গণপরিববনে টিকিতে পাবে বিশেষ ছাড়।
  • বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা। 
  • ব্যাংকের ফিক্স ডিপোজিটে অতিরিক্ত সুদ।
  • ওই ব্যক্তির স্থানীয় পুলিশ বা প্রশাসনের কাছ থেকে সাহায্য এবং সুযোগ সুবিধা।

কিভাবে আবেদন করবে সিনিয়র সিটিজেন কার্ডের জন্য?

  • নিকটস্থ কোনো SDO / BDO অফিস যেতে হবে।
  • সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য , ঠিকানা , পাসপোর্ট সাইজ ছবি , পেনশনের তথ্য এছাড়া অন্যান্য যেগুলি চাওয়া হবে সেগুলি দিতে হবে।
  • তারপরে সেগুলি অফিস থেকে ভেরিফাই করে আপনাকে কার্ড দেওয়া হবে।
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad