Central OBC/SC/ST সার্টিফিকেট থাকলে কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা ও অন্যান্য কাজে অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু বর্তমানে অনেকের Central OBC/SC/ST সার্টিফিকেট বানানোর পদ্ধতি জানা নেই। আজকের প্রতিবেদনে জানুন Central OBC/SC/ST সার্টিফিকেট কোথায়, কীভাবে বানাবেন? প্রয়োজনীয় ডকুমেন্টস সহ বিস্তারিত তথ্যগুলো জেনে নিন।
How to Apply Central OBC/SC/ST Cast Certificate
আপনি যে জাতির মধ্যে রয়েছেন সেটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে কী না তার জন্য সবার আগে দেখতে হবে কেন্দ্রীয় সরকারের OBC/SC/ST কাস্ট লিস্টটি। যদি আপনার জাতিটি কেন্দ্রীয় সরকারের লিস্টে থাকে, তাহলে আপনি কেন্দ্র সরকারের চাকরির ফর্ম ফিলাপ এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের OBC/SC/ST কাস্ট লিংক নিচে দেওয়া রইলো।
Scheduled Castes (SC) | Check Central List |
Scheduled Tribes (ST) | Download Central List |
Other Backward Classes (OBC) | Check Central List |
যে কাস্ট এই লিস্টের অধীনে থাকবে তারাই Central OBC/SC/ST কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- এক কপি পাসপোর্ট সাইজ ছবি
- কেন Central OBC/SC/ST সার্টিফিকেট বানাতে চাইছেন তার উপযুক্ত প্রমাণ
- আধার কার্ড
- রাজ্যের OBC/SC/ST কাস্ট সার্টিফিকেট
- স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
- পঞ্চায়েত বার্ষিক আয় সার্টিফিকেট
- শুধুমাত্র OBC দের জন্য বিগত 3 বছরের আয়ের প্রমাণ
- Self Declaration Form (যদি লাগে)
- কেন Central OBC/SC/ST চাইছেন এ বিষয়ে BDO ও SDO -র কাছে ২টি আবেদন পত্র জমা দিতে হবে
How to Apply Central OBC/SC/ST
কয়েকটি ধাপের মাধ্যমে আপনি কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। দেখেনিন পদ্ধতি –
- প্রথমে :: সবার প্রথমে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সেক্রেটারির সই সহ পঞ্চায়েত থেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট তুলতে হবে।
- দ্বিতীয় :: শুধুমাত্র OBC Income Certificate পঞ্চায়েত থেকে তুলতে হবে Central OBC সার্টিফিকেটে আবেদনের জন্য। ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এই ফর্মটিতে পঞ্চায়েত প্রধান , পঞ্চায়েত সেক্রেটারি এবং BDO -এর সই ও স্ট্যাম্প লাগবে।
- তৃতীয় :: একটি সাদা কাগজে হাতে কলমে সুন্দর ভাবে আবেদন পত্রটি লিখে নিতে হবে। আবেদন পত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ BDO অফিসের BCW অনগ্রসর কল্যাণ অফিসে গিয়ে জমা দিতে হবে। এরপর আবেদন পত্রটি এখান থেকে SSO অফিসে পাঠানো হবে। সেখানে থেকেই Central OBC/SC/ST সার্টিফিকেট প্রদান করা হবে।
কবে পাবেন সার্টিফিকেট:
সাধারণত ১ থেকে ১.৫ সপ্তাহ পর BDO অফিস থেকে এই সার্টিফিকেট পাওয়া যায়। নির্দিষ্ট সময়ের পর BDO অফিসে গিয়ে নিজের Central OBC/SC/ST সার্টিফিকেট আনতে পারেন। এছাড়া জরুরী দরকার পড়লে SDO অফিসে গিয়েও নিজের Central OBC/SC/ST সার্টিফিকেট আনতে পারেন।
Central OBC/SC/ST সার্টিফিকেটের ভ্যালিডিটি:
Central OBC/SC/ST কাস্ট সার্টিফিকেটের ভ্যালিড রয়েছে একটি আর্থিক বছর (1 Financial Year)। প্রতিটি অর্থবর্ষ ১লা এপ্রিল শুরু হয়ে ৩১শে মার্চ শেষ হয়। কেউ যদি ২০২৪-২৫ অর্থবছরের জন্য কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট বানায়, তাহলে সেটি কেবল ওই অর্থবছরের জন্যই বৈধ থাকবে।