BIS Recruitment 2024: নতুন কর্মী নিয়োগ ক্রেতা সুরক্ষা দপ্তরে, বিস্তারিত জানুন

Published On:

BIS Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি এই bis.gov.in পোর্টালে প্রকাশিত হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। রাজ্যের সকল বেকার যুবক যুবতী আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবেন, যোগ্যতা, বেতনসহ খুঁটিনাটি বিষয় গুলো জেনে নিন আজকের প্রতিবেদনে।

How to Apply BIS Recruitment 2024

  • নিয়োগ সংস্থাঃ ক্রেতা সুরক্ষা দপ্তর
  • পোস্টের নামঃ এখানে Young Professional পদে নিয়োগ করা হবে।

WB ICDS Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে কর্মী নিয়োগ

  • মোট শুন্যপদঃ এই বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।
  • বয়সসীমাঃ ১৫/০৭/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য।
  • বেতনঃ এই পদে (BIS Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
  • যোগ্যতাঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে।
  • আবেদন ফিঃ কোন আবেদন কি লাগবে না।

Post Office GDS Recruitment 2024: পোস্ট অফিসে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

  • নিয়োগ পদ্ধতিঃ
    • এই পদের (BIS Recruitment 2024) জন্য প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবেনা।
    • ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
  • আবেদন পদ্ধতিঃ
    • আবেদন চলবে অনলাইন মাধ্যমে।
    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
    • সঠিক তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
    • প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Download Notice & Apply Now

আবেদন শেষ ১৫ জুলাই ২০২৪
Download NoticeDownload
Apply LinkClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad