How do you clean up clingy space dust : পৃথিবীতে স্থলে জলে বিভিন্ন ধরনের আবর্জনা আমরা দেখতে পাই।সেগুলি বিভিন্নভাবে পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে তাই আমাদের প্রয়োজন সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা।তবে মহাকাশে আবর্জনা এলো কিভাবে সেটা পরিষ্কারই বা হবে কিভাবে জানবো বিস্তারিত।
বিশেষ উদ্যোগ এবার পরিষ্কার হবে মহাকাশে সমস্ত জঞ্জাল
আমাদের স্থলভাগে যেমন বিভিন্ন ধরনের আবর্জনা হল প্লাস্টিক , সবজির খোসা , বিভিন্ন ধরনের ঔষধি দ্রব্য , কলকারখানার আবর্জনা আরো প্রচুর আবর্জনা রয়েছে। তবে মহাকাশে এসব আবর্জনা পাওয়া যাবে না।
সভ্যতা যত উন্নত হচ্ছে ততই বিজ্ঞান ও প্রযুক্তি ও উন্নত হচ্ছে। মহাকাশে প্রতিনিয়ত উৎক্ষেপণ করা হচ্ছে বিভিন্ন ধরনের স্যাটেলাইট বা উপগ্রহ। বহুদিন থেকে মহাকাশে বিভিন্ন দেশ উপগ্রহ উৎক্ষেপণ করেই চলেছে। এই উপগ্রহ গুলির কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তবে একটি নির্দিষ্ট সময় পর সে কি অকেজ হয়ে যায় এবং নিজের কক্ষপথ থেকে সরে মহাকাশেই ঘুরে বেড়ায় এবং জঞ্জালে পরিণত হয়।
Again Summer Vacation For Student: স্কুলগুলিতে আবারো বাড়ানো হলো গরমের ছুটি
মহাকাশের নতুন জঞ্জাল কাকে বলা হচ্ছে ?
মহাকাশে যে সমস্ত অকেজো স্যাটেলাইট গুলি রয়েছে সেগুলিকেই বর্তমানে জঞ্জাল বলা হচ্ছে। কারণ এগুলি পকেজ হয়ে যাওয়ায় নিজেদের কক্ষপথ থেকে সরে গেলেও মহাকাশেই ঘুরে বেড়াচ্ছে এবং অন্যান্য স্যাটেলাইট এর মাঝে মাঝে সমস্যা করছে। হঠাৎ করে অন্য কোন ভালো স্যাটেলাইটের কক্ষপথে অকেজো স্যাটেলাইট চলে এসে দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই এবার প্রয়োজন এই অকেজো স্যাটেলাইট গুলিকে নিষ্কাশন করা।
কারা করবে মহাকাশে জঞ্জাল পরিষ্কার ?
এই উদ্যোগটি নিচ্ছে জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবেষকেরা। মহাকাশে পাঠানো হবে একটি নতুন উপগ্রহ কিন্তু সেটি কোন ধাতু দিয়ে নয় তৈরি হবে কাঠ দিয়ে।
বিশ্বে কাঠের তৈরি প্রথম উপগ্রহ তৈরি করতে চলেছে জাপান। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই উৎক্ষেপণ করবে এই নতুন উপগ্রহ। উৎক্ষেপণের দায়িত্বটি নেবেন ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি।
কিভাবে পরিষ্কার করবে জঞ্জাল ?
উপগ্রহটি মহাকাশে নিজের কক্ষপথে ঘুরতে থাকবে এবং আবর্জনা গুলিকে নিজের মধ্যে সংগ্রহ করতে থাকবে ।নিজের কাজ শেষ হয়ে গেলে পুনরায় পৃথিবীতে ফিরে আসবে। পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমণ্ডলের সংঘর্ষে পুরে ছাই হয়ে যাবে। যেহেতু এটি কাঠের তৈরি তাই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে মহাকাশেই।
How do they clean the outside of the International Space : জাপানের এই কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ও নির্দিষ্ট কক্ষে প্রতিস্থাপিত হয়ে সে তার পুরো কাজ করতে পারলে মহাকাশের জঞ্জাল সমস্যার একটা বড় সমাধান হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।