Govn New Updates Cancel Ration Card May 2024: বড় দুঃসংবাদ এল নতুন মাস পড়ার আগেই। গ্রাহকরা প্রতি মাসে রেশনে ৫ কেজি করে চাল বিনামূল্যে পাচ্ছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে। কিন্তু মে মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ লক্ষ গ্রাহকের রেশন। শুধু তাই নয় কেন্দ্র সরকার তাদের রেশন কার্ডও বাতিল করে দিতে পারে। এ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা রেশন ডিলারদের কাছে পৌঁছেছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে।
Govn New Updates Cancel Ration Card May 2024
করোনার সময় থেকেই কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছে। করোনার পর লকডাউন উঠে গেলেও এই প্রকল্প বজায় রাখা হয়েছে শুধুমাত্র দেশের সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে। এতে স্বস্তির দিক থাকলেও অস্বস্তিরও কম নেই।
Nabanna Scholarship 2024 Apply Now: আবেদন করলেই এই স্কলারশিপে মিলবে 10000 টাকা।
ইতিমধ্যেই বহু গ্রাহকের নাম বাদ পড়ে গিয়েছে রেশন কার্ড ডিজিটালাইজ করার মাধ্যমে। কারণ ডিজিটাল রেশন কার্ড করার জন্য তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হয়। আর তাতেই এমন বড় রেশন কার্ডের তথ্য বেরিয়ে আসে।ইতিমধ্যে সেগুলিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রায় ২ কোটি ভুয়া রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে এ শুধু পশ্চিমবঙ্গ থেকেই।
এরপরেই আবার বহু রেশন গ্রাহকের নাম এই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার জেরে। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্র প্রতিটি রাজ্যকে চিঠিতে জানিয়েছেন- সেই সমস্ত রেশন গ্রাহকের নাম তালিকা থেকে বাদ দিতে হবে ,যারা গত ছয় মাস বা তারও বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করে না।
Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।
Govn New Updates Cancel Ration Card May 2024: এই নিয়মের কারণ হিসেবে বলা হয়েছে যাদের রেশনের দরকার নেই তাদের নাম রেশন ব্যবস্থা থেকে মুছে ফেলায় উচিত। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র দরিদ্র এবং যাদের প্রয়োজন আছে তাদের মধ্যেই খাদ্য সামগ্রী সরবরাহ করতে চান। কেন্দ্র সরকার সেই সমস্ত রেশন গ্রাহকের নাম তালিকা থেকে বাদ দিতে চান যাদের রেশন সামগ্রীর দরকার নেই।
Govn New Updates Cancel Ration Card May 2024: তাই যে সমস্ত গ্রাহকরা ৬ মাস বা তারও বেশি সময় ধরে রেশন সামগ্রী সংগ্রহ করছেন না তাদের আসলেই রেশন সামগ্রী দরকার নেই বলে মনে করছেন কেন্দ্র সরকার। যেন সরকারের অর্থ অপচয় না হয় তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র। এই নির্দেশিকা মে মাস থেকে কার্যকর হওয়ার কথা। ফলস্বরূপ ধরে নেওয়া যায় আগামী মাস থেকে বহু রেশন গ্রাহকের নাম রেশন তালিকা থেকে বাদ পড়বে ।