GDS Document Verification 2024: কোথায় যাবেন? কোন ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে?

Published On:

GDS Document Verification 2024: এই বছর অর্থাৎ ২০২৪ সালে যে সকল বেকার চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের ডাক সেবক পদে নির্বাচিত হয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার ১ থেকেই ২ সপ্তাহের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। কোনো রকম পরীক্ষা নেওয়া হয়না পোস্ট অফিসের এই নিয়োগে।

GDS Document Verification 2024

আবেদন পত্র জমা দেওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগ প্রদান করা হয়। GDS এ নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কোথায় যেতে হবে? কোন ডকুমেন্ট গুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে সহ খুঁটিনাটি বিষয়গুলো আজকের প্রতিবেদনে দেখে নিন।

ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যে গুলো নিয়ে যেতে হবে ?

প্রয়োজনীয় নিম্নলিখিত ডকুমেন্ট গুলোর অরিজিনাল এবং দুই কপি করে জেরক্স করে নিয়ে যেতে হবে।

Gram Panchyat 2024: পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন

  • আধার কার্ড/ ভোটার কার্ড।
  • মাধ্যমিকের এডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট।
  • ৫ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
  • কাস্ট সার্টিফিকেট
  • EWS, PWD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • মেডিকেল সার্টিফিকেট
  • ট্রান্সজেন্ডার সার্টিফিকেট (যদি থাকে)

WB Peon Recruitment 2024: শুরু হয়েছে রাজ্যে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ

এখানে কেন্দ্রের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে রাজ্যের কাস্ট সার্টিফিকেট অবৈধ। যাদের কাছে কেন্দ্রের কাস্ট সার্টিফিকেট নেই তারা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো।

কোন ডকুমেন্ট ভুল করে না নিয়ে গেলে যা করতে হবে ?

যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে যেতে ভুলে যাও, তাহলে আবেদন বাতিল হবে না। তবে, একটি Annexure II ফর্ম পূরণ করতে হবে এবং ১৫ দিনের মধ্যে ওই ডকুমেন্ট জমা দিতে হবে। ফর্মটির পিডিএফ নিচে দেওয়া আছে অবশ্যই ডাউনলোড করে নাও।

যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে ভুলে যাও, Annexure III ফর্ম পূরণ করে ১৫ দিনের মধ্যে ডকুমেন্ট জমা দিতে হবে। পিডিএফটি নিচে দেওয়া আছে।

GDS Documents Verification 2024: ভেরিফিকেশনের তারিখ এবং স্থান?

গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত হলে মোবাইল নম্বর ও ইমেইলে ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থান ও তারিখসহ একটি মেসেজ আসবে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে মেসেজ না আসলে, GDS অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেরিট লিস্ট ডাউনলোড করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চেক করো। নির্বাচিত হলে, মেরিট লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থান ও শেষ তারিখ দেওয়া থাকবে।

GDS Documents Verification Process: ডকুমেন্ট ভেরিফিকেশনের পদ্ধতি ?

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, আবেদনকারীর দেওয়া তথ্য অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • নির্দিষ্ট সময়ের মধ্যে ভেরিফিকেশন না করালে আবেদন বাতিল হবে।
  • ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে।
  • ভেরিফিকেশনের পর অরিজিনাল ডকুমেন্ট এবং Successful রশিদ সংগ্রহ করতে হবে।

আবেদনে ভুল থাকলে যা করতে হবে

আবেদন করার সময় যদি নামের ভুল (যেমন: আবেদনকারী বা বাবা-মায়ের নামের ভুল) হয়ে থাকে, তাহলে চিন্তার প্রয়োজন নেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তা সংশোধন করা যাবে, তবে এর জন্য Annexure IV ফর্ম ফিলাপ করতে হবে। যার PDF লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে ডাউনলোড করে নিও।

GDS Document Varification 2024 (গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমূহ)
Medical Certificate Format Download Format 
Annexure IIDownload Pdf 
Annexure IIIDownload Pdf 
Annexure IVDownload Pdf 

আধার নাম্বার পূরণে কোনো ভুল হলেও, বা না দিলেও সমস্যা হবে না। কারণ, আধার নাম্বার দেওয়া অপশনাল।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad