G-Pay Banned In USA June 2024: জুন মাস থেকে বন্ধ হয়ে যাবে গুগল পে সার্ভিস ব্যবস্থা !!

Published On:

টাকা ট্রানজেকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হলো গুগল পে। বিশ্বজুড়ে বর্তমানে এই সার্ভিস প্রায় 180টিরও বেশি দেশে প্রচলিত আছে। কিন্তু সম্প্রতি এই google pay সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার বার্তা প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে। ভারত তথা বিভিন্ন দেশের নাগরিকরা ছোটখাটো ট্রানজেকশন থেকে শুরু করে বৃহত্তর ট্রানজেকশন করে থাকেন এই গুগল পের মাধ্যমে। তাই স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশিত হওয়ার পর কপালে চিন্তার ভাজ পড়েছে গুগল পে ব্যবহারকারীদের।

G-Pay Banned In USA June 2024

এই সংস্থাটি 2022 সালে গুগল ওয়ালেট নামে একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিল। ফলস্বরপ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের অত্যন্ত পছন্দনীয় হয়ে ওঠে। এই গুগল ওয়ালেট এপ্লিকেশনটি সম্প্রতি ভারতে লঞ্চ হলেও আমেরিকা যুক্তরাষ্ট্রে এর ব্যবহার শুরু হয়েছে দু বছর আগেই অর্থাৎ 2022 সালেই। জানা যাচ্ছে পূর্বে অ্যান্ড্রয়েড হোমস্ক্রিনে যে ‘G-pay’ অ্যাপটি আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হতো সেই ভার্সনটি আর কাজ করবে না।

কবে থেকে বন্ধ হবে গুগল পে সার্ভিস?

বৃহস্পতিবার টেক জায়ান্ট একটি ব্লগে জানান আগামী 4 ই জুন পর্যন্ত এই গুগল পে পরিষেবা চালু থাকবে। আগামী 4 ই জুনের মধ্যে গুগল পের টাকা নিজেদের ব্যাংকে স্থানান্তরিত করে নিতে হবে ব্যবহারকারীদের। 4 ই জুন পর্যন্ত ব্যবহারকারীরা যথারীতি ট্রানজাকশন চালিয়ে যেতে পারবে।

IPL 2024 Full Details in Bengali: IPL 2024 এর বিস্তারিত রিপোর্ট

Google pay কেন বন্ধ করা হচ্ছে?

বৃহস্পতিবার টেক জায়ান্ট তাদের ব্লগে গুগল পে অ্যাপটি বন্ধ করার দুটি কারণ জানিয়েছেন-

  • প্রথমত, অর্থ প্রদান পরিষেবাগুলিকে স্ট্রিমলাইন করা।
  • দ্বিতীয়ত, ‘google wallet’ কে আরো উন্নত করা।

ভারতেও কি বন্ধ হচ্ছে গুগল পে?

সংস্থাটি জানান,কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের গুগল পে ব্যবহারকারীদের জন্যই এই নিয়ম চালু হচ্ছে আগামী 4 ই জুন থেকে। আপাতত কোনরূপ দুশ্চিন্তার কারণ নেই ভারতের google pay ব্যবহারকারীদের জন্য। যেহেতু ভারতে গুগল পে অ্যাপ্লিকেশনটি বন্ধ হচ্ছে না তাই এটি আগের মত ব্যবহার করতে পারবে ভারতীয়রা।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad