প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Suryoday Yojana)
প্রত্যেক ভারতবাসীর কাছে বিরাট সুখবর । এবার বিনামূল্যে পাওয়া যাবে বিদ্যুৎ ।
নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারতের ১ কোটি পরিবারকে প্রত্যেক মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে । অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সোলার প্যানেল লাগিয়ে ১ কোটি পরিবারকে প্রত্যেক মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হবে ।
খুব সহজেই বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে সৌরবিদ্যুৎ ব্যবহার করা যাবে, এরকমই জানান নির্মলা সীতারামন । এবার Interim Budget 2024 পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর জোর দেওয়া হল । এই সৌরবিদ্যুতের মাধ্যমে অনেক সুবিধা পাবে ভারতের মানুষ । এই সোলারাইজেশন হবে দেশের ১ কোটি বাড়িতে ।
সৌর বিদ্যুৎ থেকে কি সুবিধা পাওয়া যায় ?
১) বাড়িতে সোলার প্যানেল লাগালে প্রত্যেক মানুষের অনেক সাশ্রয় হবে । এই সোলার প্যানেলের মাধ্যমে প্রায় ১৫০০০ – ১৮০০০ টাকা মত সাশ্রয় হবে । এছাড়া সোলার প্যানেল ব্যবহারে একটি বিশেষ সুবিধাও রয়েছে । আপনার বাড়ির বিদ্যুতের চাহিদা মিটে গেলে আপনার অতিরিক্ত যে বিদ্যুতটি থাকবে সেটি আপনি বিদ্যুত সরবরাহকারী সংস্থার কাছে বিক্রিও করতে পারবেন ।
২) এছাড়া সৌর বিদ্যুতের মাধ্যমে খুব সহজেই ইলেকট্রিক ভেহিকল চার্জ দিতে পারবেন, যেটি অনেকটাই সাশ্রয়ী হবে ।
৩) এর পাশাপাশি কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা বলে মনে করা হচ্ছে । সৌরবিদ্যুতের সরবরাহ এবং ইন্সটলেশনের মাধ্যমে একটি উদ্যোক্তা গোষ্ঠী উঠে আসতে পারে । এই ক্ষেত্রে একটা ব্যবসায়িক সম্ভাবনা গড়ে উঠতে পারে । যারা সৌরবিদ্যুৎ, সোলার প্যানেল উৎপাদন, মেনটেন্যান্স এবং ইন্সটলেশনের কাজে দক্ষ তাদের জন্য একটি কাজের সুযোগ আসতে চলেছে । এরকমই সমস্ত তথ্য জানাচ্ছেন দেশের অর্থমন্ত্রী । খুব সহজেই নিজের বাড়িকেই এভাবে শক্তি-উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারেন ।
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Suryoday Yojana)
২২ জানুয়রি ২০২৪ তারিখ অযোধ্যায় রামলালার মূর্তি উদ্বোধন হয় । রামলালার মূর্তি উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী একটি নতুন প্রকল্প শুরু করেছেন । এই প্রকল্পটির নাম হচ্ছে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প (Suryoday Yojana) ‘ । এই প্রকল্পের মাধ্যমে তিনি দেশের এক কোটি বাড়িতে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ৷ এই দেশকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা করা হয়েছে । জানা যাচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি মানুষ লাভবান হবে । তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চেক করলে দেখা যাবে এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন ৷
2026 সালের মধ্যে 40 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য :
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার (Suryoday Yojana) অধীনে, এক কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবে। সরকার দাবি করেছে, এই প্রকল্পের অধীনে প্রতি বছর গ্রাহকদের 15,000 থেকে 18,000 টাকা সাশ্রয় হবে। 22 জানুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্কিমের ঘোষণা করেছিলেন৷ এর অধীনে দরিদ্র বা মধ্যবিত্ত মানুষের ছাদে সোলার প্যানেল বসানো হবে৷ এতে মানুষ বিদ্যুৎ বিল পরিশোধ থেকে বাঁচবে। তারা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারে। এ পরিকল্পনার আওতায় ২০২৬ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাকে সফল করতে একটি বড় জাতীয় প্রচারাভিযান প্রয়োজন। সরকার 2014 সালে সৌভাগ্য যোজনা শুরু করেছে। এটি ছাদে সোলার প্যানেল স্থাপন করে 2022 সালের মধ্যে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখে। সরকারি পরিসংখ্যান অনুসারে, 2023 সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে মাত্র 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এখন এই প্রকল্পের প্রচারের জন্য প্রধানমন্ত্রী সর্বোদয় যোজনা চালু করা হয়েছে। এতে শুধু দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারই উপকৃত হবে।
কী লাভ হবে?
এই প্রকল্পের গ্রাহকদের বিদ্যুৎ বিল হবে স্বল্প । তারা বছরে 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে সক্ষম হবেন। এই প্রকল্পের অধীনে যোগ্য ব্যক্তিরা তাদের খালি ছাদ বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকদের সোলার প্যানেল বসানোর জন্য জমি কিনতে হবে না। এতে কার্বন নিঃসরণ কমবে এবং দেশে অপ্রচলিত শক্তির প্রসার ঘটবে।
কারা এই প্রকল্পের যোগ্য ?
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সুবিধা সরকারের প্রত্যেক ভারতীয়ের জন্য করা হয়েছে। তবে মনে রাখবেন, সুবিধাভোগীর বার্ষিক আয় 1.5 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। দরিদ্র শ্রেণি, মধ্যবিত্ত এবং অভাবী লোকেরা এই প্রকল্পের যোগ্য হবেন। আবেদনকারীর অবশ্যই আধার কার্ড, ঠিকানার প্রমাণ, বিদ্যুৎ বিল, ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি বা রেশন কার্ডের মতো নথি থাকতে হবে।
কীভাবে আবেদন করতে হবে ?
প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার জন্য আবেদন করতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://solarrooftop.gov.in/ দেখতে হবে। এর পর আপনাকে হোম পেজে Apply সিলেক্ট করতে হবে। ব্যবহারকারীকে তার রাজ্য এবং জেলা অনুসারে সমস্ত তথ্য সরবরাহ করতে হবে। বিদ্যুৎ বিল নম্বর, বিদ্যুৎ খরচের তথ্য ও মৌলিক তথ্য দেওয়ার পর সোলার প্যানেলের বিবরণ দিতে হবে।
Suryoday Yojana | Apply |
সুবিধাভোগীর বার্ষিক আয় | 1.5 লাখ টাকার নীচে |
Website | Click Here |
অফলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে বিডিও অফিসে গিয়ে Suryoday Yojana যোজনার ফর্ম ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপি তার সঙ্গে পিন করে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি রশিদ দেবে সেটি নিজের কাছে রাখতে হবে।
অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ এবং আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। সর্বশেষ একটি রশিদ বের হবে এবং সেটির নিজের কাছে রাখতে হবে।
এই দুই পদ্ধতির মধ্যে যেকোন একটি পদ্ধতিতে দেশের যেকোনো প্রার্থী উপরিক্ত যোগ্যতা থাকলে এই যোজনার সুবিধা পাবে।