আজ তথা 17 ই মার্চ শুরু হল ফুড এস আই পরীক্ষা। অনেকের মনেই কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন কেমন হয়েছে কঠিন না সহজ, প্রশ্ন বাড়ি নিয়ে আসতে দিচ্ছে কিনা এরকম।
Food SI Exam Question PDF Download 2024 1st shift March 17
আজকের পোস্টে ফুড এসআই পরীক্ষার 17 ই মার্চ এর প্রথম শিফটের প্রশ্নপত্র টি দেওয়া হলো। সবাই ডাউনলোড করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে দিচ্ছে না। WBPSC Food SI 1st Shift Question Download 2024
Exam Name | Food SI |
Date | 17/03/2024 |
Shift | 1st |
Download Now | Click Here |
Subject | GK |
Food SI Exam Question 2024 3RD Shift March 16 – Click Here
GK Question : কথোপকথনের মাধ্যমে
1. ২০২৩ সালে এশিয়ান গেমস ভারত কতগুলো গোল্ড মেডেল পেয়েছে
2. সর্বাধিক রক্তদাতা কোন গ্রুপ কে বলা হয়
3. আখ উৎপাদনে প্রথম কোন রাজ্য
4. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি
5. ছত্রপতি কার উপাধি ছিল-
6. নারী দিবস কত তারিখে পালিত হয়-
7. কোন দেশ কাস মে মোবাইল ফোন ট্যার নিষিদ্ধ কারন-
8. কুমিরের কান্না কথাটির অর্থ কি-
9. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন-
10. পিতল কি দিয়ে তৈরি হয়-
11. তারাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল-
12. হিরোশিমা দিবস কবে পালন করা হয়-
13. আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লেখেন-
14. পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়-
15. আকবরের রাজ্যসভায় সঙ্গীতজ্ঞ কে ছিলেন-
16. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়।
17. ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান-
18. কলকাতা কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন-
19. পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়
20. নেফা কোন রাজ্যকে বলা হয়
21. উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়
22. মত্ত বিলাস প্রহসন কে লিখেছে-
23. কৌটিল্য গ্রন্থ কে লিখেছেন-
24. ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কবে হয়েছিল
25. পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে-
26. লেকটাক হ্রদ কোথায় অবস্থিত
27. সর্বকনিষ্ঠ মহিলা পর্বতারোহী কে ছিলেন-
28. কাবুলের পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেন
29. রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়
30. দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত
31. ম্যাকমোহন লাইন-
32. মানুষের বর্ণ ও রঙের জন্য দায়ী-
33. কলকাতা নামকরণ করেন কে-
34. কম্পিউটারের আবিষ্কর্তা নাম কি-
35. ভারতের শেষ ভাইসরয় এর নাম কি- 36. রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন