আজ তথা ১৬ই মার্চ শুরু হল ফুড এস আই পরীক্ষা। অনেকের মনেই কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন কেমন হয়েছে কঠিন না সহজ, প্রশ্ন বাড়ি নিয়ে আসতে দিচ্ছে কিনা এরকম।
Food SI Exam Question PDF Download 2024 2nd shift March 16
আজকের পোস্টে ফুড এসআই পরীক্ষার ১৬ ই মার্চ এর প্রথম শিফটের প্রশ্নপত্র টি দেওয়া হলো। সবাই ডাউনলোড করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে দিচ্ছে না। WBPSC Food SI 2n Shift Question Download 2024
Exam Name | Food SI |
Date | 16/03/2024 |
Shift | 2nd |
Category | Exam Question |
Subject | GK |
Food SI Exam Question 2024 1st Shift March 16 – Click Here
GK Question : কথোপকথনের মাধ্যমে সংগৃহীত
০১. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?
উত্তরঃ মণিপুর।
০২. দশম শিখ গুরু কে ছিলেন?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং।
০৩. নীলদর্পণ নাটকের রচয়িতা কে?
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
০৪. ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৫১-৫২ সালে।
০৫. অ্যাসকরবিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত?
উত্তরঃ ভিটামিন সি।
০৬. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে?
উত্তরঃ উইলিয়াম কেরি, যশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে।
০৭. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়।
০৮. ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম কী?
উত্তরঃ নর্মদা।
০৯. কোন দুটি দেশ পক প্রণালী দ্বারা সংযুক্ত?
উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কা।
১০. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৩৫ সালে।
১১. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত? উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি।
১২. বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কি উপাদান দ্বারা গঠিত হয়? উত্তরঃ টাংস্টেন।
১৩. জাতিসংঘ দিবস কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৪৫ সালে।
১৪. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে? উত্তরঃ ১০ লক্ষ।
১৫. বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? উত্তরঃ ভিটামিন এ এর অভাবে।
১৬. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তরঃ মহানদী।
১৭. RBI কত সালে জাতীয়করণ হয়? উত্তরঃ ১৯৪৯ সালে।
১৮. আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? উত্তরঃ রাজস্থান।
১৯. কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কো এর থেকে পুরস্কার পেয়েছে? উত্তরঃ পশ্চিমবঙ্গ।
২০. গুটিবসন্তের টিকা কে আবিষ্কার করেন?
উত্তরঃ এডওয়ার্ড জেনার।
২০. গুটিবসন্তের টিকা কে আবিষ্কার করেন?
উত্তরঃ এডওয়ার্ড জেনার।
২১. প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন?
উত্তরঃ যশোহর।
২২. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তরঃ ১৯১১ সালে।
২৩. বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে?
উত্তরঃ শের শাহ।
1. কালা জ্বরের টিকার আবিষ্কারক কে
2. আরাবারি মডেল কোথায়
3. বাকস্বাধীনতা কিসের
4. ইন্ডিকা গ্রন্থের লেখক কে
5. ইউনেস্কো কোন উৎসবের স্বীকৃতি দিয়েছে
6. সর্বোচ্চ বীমা কোনটি ভারতের
7. এশিয়াটিক সোসাইটি কত সালে
8. দক্ষিণের খতর কাকে বলা হয়
9. স্বত্ববিলোপ নীতি
10. পাটটা কবুলিয়ত কে চালু করে
11. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে
12.২০২৩-এ নোবেল কে পেয়েছে সাহিত্যে
13.ওএনজিসি কিসের সাথে যুক্ত
14.বাঘা যতীন কার নাম
15.ওয়ান অস্বশক্তি কত
16.তিন ভাগ জল এক ভাগ স্থল সত্য কিনা
17.ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়
18.অর্থশাস্ত্র কার লেখা
19.ডিসকভারি অফ ইন্ডিয়া
20.রাষ্ট্রসঙ্ঘের সচিব বর্তমানে কে
21.সিসমোগ্রাফ কিসের সাথে যুক্ত