এবার বন্ধ করে দেয়া হবে অনেকের রেশন পড়ি সেবা।বারংবার বলা সত্বেও যারা এ কাজগুলো এখনও করেনি তাদের 30 শে জুনের পর থেকে হয়ে যাবে রেশন কার্ড বন্ধ।
First KYC Update in Ration Card
লকডাউন অর্থাৎ করোনার সময় থেকেই রেশন পরিষেবায় বিপুল পরিবর্তন আনা হয়েছে।অতীতে তুলনায় বর্তমানে অনেক বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী পাওয়া যাচ্ছে রেশনে।প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকে এই রেশন কার্ডের মাধ্যমে।তবে কিছু ভুল ত্রুটির কারণে হয়ে যেতে পারে সমস্ত পরিষেবা বন্ধ।
কাদের রেশন কার্ড বন্ধ করা হবে ?
যাদের রেশন কার্ডে এখনো কেওয়াইসি করা হয়নি তাদের ৩০ শে জুন এর পর থেকে রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্র এই কড়া নিয়মটি চালু করেছে। অনেক পরিবার কোন মৃত সদস্যের রেশন কার্ড দেখিয়েও রেশন সংগ্রহ করে থাকে যা বেআইনি। বিভিন্ন অনিয়মগুলিকে রোধ করার জন্যই কেওয়াইসি আপডেট করতে বলা হয়েছে।
Why Scam in NEET Exam 2024: এবার ডাক্তারের প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতি শুরু
কিভাবে KYC আপডেট করা যায়?
- রেশন ডিলার এই কাজ করে থাকে।
- রেশন সংগ্রহের সময় যে মেশিনে বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিতে হয় সেই মেশিন ব্যবহার করেই কেওয়াইসি সম্পন্ন করা যাবে।
- এখানে প্রয়োজন শুধু আধার কার্ডের।
- আঙ্গুলের ছাপ বায়োমেট্রিক মেশিনে না নিলে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ডটি আপডেট করতে হবে।
KYC আপডেটেড শেষ তারিখ কবে ?
সাধারণভাবে রেশন কার্ডের কেওয়াইসি করার জন্য ৩০ জুন ২০২৪ তারিখ টিকে শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। বিশেষ কারণে সরকারের পক্ষ থেকে এই তারিখের পরিবর্তন করা হতে পারে।