Extends Tenure of Army Chif Manoj Pande: অবসরের মেয়াদ বাড়ালো সেনাপ্রধানের

Published On:

Extends Tenure of Army Chif Manoj Pande: নির্বাচনের মধ্যে একটি আশ্চর্যজনক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের অবসরের মেয়াদ আরো একমাস বাড়িয়েছে কেন্দ্র। জেনারেল মনোজ পান্ডের 62 বছর পূর্ণের দিন অর্থাৎ 31 শে মে অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার মেয়াদ বাড়িয়ে 30 শে জুন পর্যন্ত সেনাপ্রধান পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটির পক্ষ থেকে।

কেন বাড়ানো হলো জেনারেল পাণ্ডের মেয়াদ?

যেহেতু বর্তমানে ভারতজুড়ে লোকসভা নির্বাচন চলছে তাই নির্বাচনের মাঝেই নতুন সেনাপ্রধানের সিদ্ধান্ত না নিয়ে যেন নতুন সরকার নতুন সেনাপ্রধানের সিদ্ধান্ত নিতে পারে সেজন্যই জেনারেল পান্ডের অবসরের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এর পিছনে কোন রাজনৈতিক কারণ রয়েছে কিনা সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে গুঞ্জন তৈরি হয়েছে।

Again Summer Vacation For Student: স্কুলগুলিতে আবারো বাড়ানো হলো গরমের ছুটি

আগেও কি কখনো সেনাপ্রধানের মেয়াদ বাড়ানো হয়েছে?

এর আগে প্রথমবারের মতো 1975 সালে ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন সরকার কর্তৃক তৎকালীন সেনাপ্রধান এসএইচএফজে মালেকশনের মেয়াদ বাড়ানো হয়েছিল তার 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের কারণে।

পরবর্তীতে কে সেনাপ্রধান হতে পারে?

পরবর্তীতে সেনাপ্রধান হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে বর্তমান উপাসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি 1/8/1984 সালে যোগ দিয়েছিলেন কাশ্মীর রাইফেলসে। এরপর সেনাপ্রধান হওয়ার দৌড়ে রয়েছে বর্তমান সাদার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিংহ। তিনি 7/11/1984 সালে যোগ দিয়েছিলেন গোর্খা রাইফেলসে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad