অস্বস্তিকর গরমের পরই আবহাওয়া দপ্তরের কাছ থেকে খবর আসছে মে মাসের শেষ সপ্তাহে উপকূলে আছড়ে পড়তে চলেছে একটি ঘূর্ণিঝড়। কি নাম হবে ঘূর্ণিঝড়ের ? কোন দেশ নামকরণ করলো ? জানবো বিস্তারিত।
Cyclone Remal Comming Soon Bay of Bengal
বঙ্গোপসাগর উপকূলে মে মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় হবে বলে অনুমান করা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সম্পূর্ণ রূপ ধারণ করে তাহলে এর নাম রাখা হবে রেমাল। এই নামটি কোন দেশ রেখেছে নামের অর্থ কি? কবে বা হতে পারে এই ঘূর্ণিঝড় সম্পূর্ণটা জানবো বিস্তারিত।
ঘূর্ণিঝড়টির নাম কি রাখা হবে?
রেমাল।
রেমাল নামকরণ কোন দেশ করেছে ?
ওমান।
রেমাল নামের অর্থ কী ?
আরবি-তে যার অর্থ বালি। অবশ্য এই নামে গাজা থেকে ১.৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।
কবে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়?
২০ মে । আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে।