WBCHSE HS New Textbook 2024-25:প্রকাশিত হলো একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন পাঠ্য বই।

Published On:

নতুন বছরে পাঠক্রমে ধরন পরিবর্তন করায় এছাড়া পাঠ্যবই সিলেবাস সমস্ত কিছু পরিবর্তন করায় পড়ুয়াদের মধ্যে অনেক ধরনের আশঙ্কা ছিল।তবে এবার আস্তে আস্তে সব আশঙ্কা দূর হয়ে যাবে। অবশেষে প্রকাশিত হলো নতুন পাঠ্য বই।

Class XI & XII Text Book  Published By WBCHSE

নতুন সেশন অর্থাৎ 2024 – 25 সালে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পরিবর্তন করা হয়েছে সিলেবাস এবং পাঠ্য বই। কারণ এবার থেকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। তাই নতুন পাঠ্য বই যত তাড়াতাড়ি সম্ভব পুরোয়াদের হাতে পৌঁছে গেলে তারা সুন্দরভাবে তাদের প্রস্তুতিকে অগ্রগতি দিতে পারবে।

এবার অবশেষে প্রকাশিত হলো সরকারিভাবে সমস্ত পাঠ্য বই। আজকের এই পোস্টে পাঠ্য বই গুলির পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। পোষ্টের শেষ ডাউনলোড করে নেবে।

Radhika Sen Get Award From UN: পাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার

স্কুলে ক্লাস কবে থেকে শুরু হবে ?

বর্তমানে ভোট প্রক্রিয়া চলায় ৯ই জুন পর্যন্ত ভোটের জন্য স্কুলগুলিকে বরাদ্দ করা হয়েছে। এরপরে অর্থাৎ ১০ই জুন থেকে পড়ুয়াদের জন্য খুলে যাচ্ছে স্কুল। এই দিন থেকে অর্থাৎ ১০ই জুন থেকেই যথারীতি সমস্ত শ্রেণীর ক্লাস শুরু হবে।

2024-25 Session Class XI & XII Text Book  Download

এখনো পর্যাপ্ত পরিমাণে পাঠ্য বই প্রিন্ট আউট করা সম্ভব হয়ে ওঠেনি। সরকারিভাবে সে জন্য পিডিএফগুলিকে দিয়ে দেওয়া হয়েছে যাতে সকল পরোয়ারা কিছুটা হলেও তাদের পড়াশোনা শুরু করতে পারে। 

Official NoticeClick Here
Book PDFClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad