Cash Deposit With UPI: আর নয় ডেবিট কার্ড, নতুন ফিচারে UPI-এর মাধ্যমেই ক্যাশ জমা করুন

Published On:

Cash deposit with upi in india: ডেবিট কার্ড ছাড়াই এবার থেকে ব্যাংকে টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। গ্লোবাল ফিনটেক ফেস্টে চালু করা হল ইউপিআই ইন্টার অপারেবল ক্যাশ ডিপোজিট সিস্টেম। RBI ব্যাংকের ডেপুটি গভর্নর ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর এই সিস্টেম চালু করলেন।

Cash deposit with upi in india

২৯শে আগস্ট ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেখানে জানানো হয়, “এবার থেকে গ্রাহকদের নগদ টাকা জমা দিতে কোনো ফিজিক্যাল কার্ডের প্রয়োজন পড়বে না। সকল গ্রাহক এটিএমে নগদ টাকা জমা দিতে পারবে এবং এই সিস্টেম পরিচালনা করবে ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল অপারেটর”।

Shiksha Ratna Awards 2024: বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক পেলেন শিক্ষারত্ন

এই সিস্টেমে গ্রাহকরা যে সুবিধাগুলো পাবেন:

  • ক্যাশ রিসাইক্লার মেশিন হল এটিএম, যার ফলে UPI এর মাধ্যমে গ্রাহকরা টাকা তোলা ও জমা দেওয়া দুটোই একসাথে করতে পারবে এবং এই টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে।
  • এবার থেকে টাকা তুলতে বা জমা দিতে গ্রাহকদের আর ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে না।
  • গ্রাহকরা ডেবিট কার্ড নিয়ে যেতে ভুলে গেলে এই পদ্ধতিতে নগদ টাকা তুলতে বা জমা দিতে পারবে।

কীভাবে এই পদ্ধতিতে নগদ টাকা জমা করবেন?

  • সবার প্রথমে UPI লেনদেনের জন্য ক্যাশ ডিপোজিট মেশিনের ‘ইউপিআই ক্যাশ ডিপোজিট’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার যে কিউআর কোডটি আসবে সেটাকে UPI অ্যাপে স্ক্যান করে নিতে হবে।
  • এরপর যত টাকা গ্রাহক জমা করতে চাই তার পরিমাণ বসাতে হবে।
  • ইউপিআই লিঙ্কড অ্যাকাউন্ট থেকে গ্রাহক যে অ্যাকাউন্টে নগদ জমা করতে চান, সেটি সিলেক্ট করে ইউপিআই পিন দিয়ে টাকা পাঠাতে হবে।

গ্রাহককে জমা করা টাকার পরিমাণ নির্দিষ্ট নোটের সংখ্যায় লিখতে বলা হতে পারে, যেমন ১০০ বা ৫০০ টাকার নোটের সংখ্যা। টাকা জমা করার পর, সিডিএম থেকে একটি রসিদ দেওয়া হবে। এনপিসিআই জানিয়েছে, খুব তাড়াতাড়ি ইউপিআই ইন্টার অপারেবল ক্যাশ ডিপোজিট সিস্টেম সব ব্যাঙ্কে চালু হতে চলেছে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad