BSF RECRUITMENT 2024 : মাধ্যমিক পাস যোগ্যতায় বিএসএফ নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ
BSF RECRUITMENT 2024
BSF RECRUITMENT 2024 – সম্প্রতি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর। ভারত তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে এখানে।
চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে করতে পারবে আবেদন। আবেদন পদ্ধতি, বয়স সীমা ,মাসিক বেতন, আবেদনের শেষ তারিখ সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।
নিয়োগ সংস্থা | Ministry of Home Affair, Director General Border Security Force |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১৫/০৪/২০২৪ |
কোন পদে নিয়োগ হবে
এখানে যে সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে সেগুলি হল-
- Sub-Inspector (Works),
- HC (Plumber),
- Constable (General Operator),
- Constable (Lineman),
- Junior Engineer (Electrical) SI,
- HC (Carpenter),
- Constable (General Mechanic)
মোট শূন্যপদ
সব পদগুলি মিলিয়ে মোট ৬০ জন প্রার্থী নেওয়া হবে।
বয়সসীমা
উপরিক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
উল্লেখিত পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের বেতনের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
শিক্ষাগত যোগ্যতা
BSF RECRUITMENT 2024 : উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে সাথে প্রতিটা আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি
বেশ কিছু প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হবে –
- অনলাইনে আবেদনের পর একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে,
- এরপর DV,PST,PET নেওয়া হবে,
- এরপর উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে,
- সবশেষে মেডিকেল টেস্টের মাধ্যমে সঠিক এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন মূল্য
এখানে GEN,OBC,EWS(GROUP-B) পদে আবেদনের জন্য প্রার্থীদের ২০০ টাকা এবং GEN,OBC,EWS(GROUP-C) পদে প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। উপরিক্ত ক্যাটাগরির প্রার্থী ছাড়া বাকি সমস্ত চাকরিপ্রার্থীদের কোন প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না।
আবেদন প্রক্রিয়া
- উক্ত পদগুলিতে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
- সর্বপ্রথম বিএসএফ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (rectt.bsf.gov.in) এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে,
- এরপর নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করতে হবে,
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে,
- এরপর আবেদন পত্রটি পুনরায় ভালোভাবে দেখে নিয়ে আবেদনমূল্য সহ ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ
15/04/2024
Official Website | rectt.bsf.gov.in |
More Details | View Now |
Download Notice | Download Now |