Asha Karmi Recruitment 2024: রাজ্যের গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি। মহিলাদের জন্য রয়েছে আশাকর্মী পদে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে জেনে নিন কোন জেলায় নিয়োগ, কীভাবে আবেদন করবেন, বেতন সহ বিস্তারিত তথ্য।
Asha Karmi Recruitment 2024
- নিয়োগ সংস্থাঃ জেলাস্বাস্থ্য ও পরিবারকল্যাণসমিতি, হাওড়া
- পোস্টের নামঃ এখানে গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদে (Asha Karmi) নিয়োগ করা হবে।
- মোট শুন্যপদঃ এখানে মোট ৩৬টি শুন্যপদ রয়েছে।
ICDS Exam Syllabus 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের সিলেবাস
- বয়সসীমাঃ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী ৩০ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ২২ থেকে ৪০ বছর বয়সে আবেদনের জন্য যোগ্য।
- বেতনঃ রাজ্য সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুসারে, আশাকর্মী পদে (Asha Karmi) নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫,২৫০/- টাকা বেতন দেওয়া হবে।
- যোগ্যতাঃ
- প্রার্থীরা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবেন।
- মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য।
- কেবলমাত্র বিবাহিত, বিধবা/ আদালতকর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারবেন।
- আবেদন ফিঃ এই পদে (Asha Karmi Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না।
- প্রয়োজনীয় ডকুমেন্টস:
- মাধ্যমিকের অ্যডমিট কার্ড
- ভোটারপরিচয়পত্র (EPIC)/রেশনকার্ড
- জাতিগত প্রমানপত্র
- প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্টসাইজ রঙীন ফটো
আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন পত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া রয়েছে। সেটিকে প্রিন্ট আউট করে, আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলো সঠিক ভাবে আবেদনপত্রে বসাতে হবে। এরপরে আবেদনপত্রের সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখিত গুরত্বপূর্ণ ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। সবশেষে প্রার্থীদের নিজের এলাকার এই ঠিকানায় সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বি.ডি.ওঅফিস) অফিসে সঠিক সময়ে আবেদনপত্র টি জমা দিতে হবে।
- আবেদন শুরু :: ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ১০ই জুলাই ২০২৪ তারিখে।
- আবেদন শেষঃ ৩১শে জুলাই ২০২৪ তারিখে।
Download Application & Apply
Download Notice | Download |
Apply Now | Click Here |