আগের নোটিশ অনুযায়ী আগামী জুন মাসের ৩ তারিখে স্কুল খোলার কথা ছিল।তবে গতকাল 27 মে আবার একটি নতুন নোটিশ দেয়া হয়েছে। যেখানে ছুটি আরও বাড়ানো হলো এক সপ্তাহ শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। শিক্ষক শিক্ষিকাদের জন্য তিন তারিখ খুলছে স্কুল। জানবো বিস্তারিত।
আবার নতুন করে বাড়ানো হলো গরমের ছুটি
Again Summer Vacation For Student: নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য দুটি আলাদা আলাদা নোটিশ জানানো হয়েছে। ৩ তারিখ থেকে স্কুল অবশ্যই খুলবে তবে সেটি শিক্ষকদের জন্য পড়ুয়াদের জন্য নয়।
- শিক্ষকদের জন্য নোটিশ : জুন মাসের 3 তারিখ থেকে খুলছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তিন তারিখ থেকে স্কুলে উপস্থিত থাকতে হবে। তবে স্কুলে হবে না পঠন পাঠন।
- শিক্ষার্থীদের জন্য নোটিশ : শিক্ষার্থীদের জন্য স্কুল খুলছে আগামী 9 ই জুন।এই দিন থেকে সমস্ত পঠন পাঠন সম্পূর্ণরূপে চালু হবে সরকারি স্কুল গুলিতে।
Indian Ocean Nuclear Plant: রাশিয়ার নতুন পরমাণু টেকনোলজি ভারতের সমুদ্রে
কেন ৩ তারিখ থেকে হচ্ছে না স্কুলে পঠন পাঠন ?
পশ্চিমবঙ্গে বর্তমানে ভোট পর্ব চলছে। এর জন্য সমস্ত সরকারি স্কুলগুলোকে ব্যবহার করা হচ্ছে। যদিও অনেক জেলায় ইতিমধ্যে ভোট শেষ হয়ে গিয়েছে। তবে এখনো পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে পঠন পাঠন এর মতো পরিবেশ নেই। ভোট পর্বের জন্য বিভিন্ন ক্যাম্প বা অন্যান্য সামগ্রী স্কুলগুলিতে রাখা হয়েছে। এজন্য এই সমস্ত কিছু সম্পূর্ণভাবে সরিয়ে বিদ্যালয় কে বিদ্যালয় এর মত পরিবেশ করতে আর কিছুদিন সময় লাগবে। এজন্য ৩ তারিখ থেকে স্কুল খুললেও গঠন-পাঠন শুরু হবে না।