Indian Peacekeeper Radhika Sen To Get UN Award For Gender Advocacy: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মেজর রাধিকা সেন পাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান।কে এই মেজর রাধিকা সেন ? কেনই বা তাকে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মানে পুরস্কৃত করা হবে? জানবো বিস্তারিত।
মেজর রাধিকা সেন পাচ্ছেন রাষ্ট্রসঙ্ঘের ‘জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কার
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় মেজর রাধিকা সেনকে ‘জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারে সম্মানিত করতে চলেছেন । ভারতীয় বীর সন্তান মেজর রাধিকা সেন (Major Radhika Sen) হিমাচল প্রদেশের বাসিন্দা। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইন্ডিয়ান ব়্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়নের (আইএনডিআরডিবি) জন্য এমওএনইউএসসিওর (রাষ্ট্রসংঘের স্থিতিশীলকরণ মিশনে) এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডার হিসাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে দায়িত্ব পালন করেছিলেন।
G-Pay Banned In USA June 2024: জুন মাস থেকে বন্ধ হয়ে যাবে গুগল পে সার্ভিস ব্যবস্থা !!
কেন এই পুরস্কার দেওয়া হবে ?
- মেজর রাধিকা সেন কঙ্গোর রুইন্ডি শহরের কাছে কাশলিরা গ্রামের মহিলাদেরকে নিজেদের সুরক্ষার দায়িত্ব বোঝাতে পেরেছেন।
- ওই দুর্গম পরিস্থিতিতে তিনি গ্রামের বাসিন্দাদের নিজেদের প্রাপ্য জিনিস ,দায়িত্ব , সুরক্ষা এই সকল বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পেরেছেন।
- ওই গ্রামে মেয়েদের সংঘাত এবং সেই সম্পর্কিত যৌন হিংসা থেকে রক্ষা করার বিষয়টি নিয়ে সচেতনতা গড়ে তুলেছেন।
- লিঙ্গ সমতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
- তিনি বাচ্চাদের জন্য ইংরেজি ক্লাস এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্য ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো কর্মসূচির আয়োজন করেছিলেন।
- রাধিকা সেন উত্তর কিভুতে সংঘাত-আক্রান্ত সম্প্রদায়কে সহায়তা করে কমিউনিটি অ্যালার্ট নেটওয়ার্কও প্রতিষ্ঠা করেছেন।
এই পুরস্কারের এর মূল লক্ষ্য কি ?
Radhika Sen To Get UN Award For Gender Advocacy: এই পুরস্কারের লক্ষ্য মেয়েদের সংঘাত এবং সেই সম্পর্কিত যৌন হিংসা থেকে রক্ষা করা।
কে এই মেজর রাধিকা সেন?
- জন্মগ্রহন বা বাসিন্দা : মেজর রাধিকা সেন হলো হিমাচল প্রদেশের বাসিন্দা।
- শিক্ষাজীবন : পড়ুয়া হিসেবে তিনি বায়োটেকনোলজি ইঞ্জিনিয়র। সেই সংক্রান্ত পেশাতেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বেতে থেকে তাঁর স্নাতকোত্তরে পড়ছিলেন, সেই সময়ই ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেন।
- বিশ্বে ভারতীয় সেনা : 2023 – 24 সালের সংঘটিত হওয়ার রাষ্ট্রসঙ্ঘের একটি স্থিতিশীল মিশনে যোগদান করেন। এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডার হিসাবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে দায়িত্ব পালন করেছিলেন। এবং সেখানে গিয়ে তিনি জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলেন।
- দ্বিতীয় ভারতীয় ‘জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কার : রাধিকা সেন হলেন দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষী যিনি ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার’ পাচ্ছেন৷
- প্রথম ভারতীয় ‘জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কার : এর আগে ২০১৯ সালে মেজর সুমন গাওয়ানির ভারতীয় শান্তিরক্ষী হিসেবে এই সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন। মেজর গাওয়ানি দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে (ইউএনএমআইএস) দায়িত্ব পালন করেছিলেন।
- বিশেষ কৃতিত্ব : জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত ৬,০৬৩ জন ভারতীয় কর্মীর মধ্যে, রাধিকা সেন MONUSCO-এর মধ্যে ১,৯৫৪ জনের সঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে ৩২ জন মহিলা ছিলেন। তাঁর কাজ নারীদের ঐক্যবদ্ধ করে সমস্যা নিয়ে আলোচনা করার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেছে।