বর্তমান প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের সম্মান এবং সাহায্যের জন্য ২০১৯ সালে কৃষাণ সম্মান নিধি যোজনা চালু করেন। এখনো পর্যন্ত ১৬ টি কিস্তির টাকা সকল আবেদনকারীরা পেয়েছে। তবে অনেক আবেদনকারী 17 তম কিস্তির টাকা আর পাবেন না। কী কারনে টাকা পাওয়া যাবে না জানবো বিস্তারিত।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা ২০২৪
PM Kisan Samman Nidhi Yojana 2024: কৃষকদের জীবিকা ধারণ এবং উন্নতির জন্য জমির পরিমাণ এর ওপর একটি ধার্য টাকা কৃষকদের দেওয়া হয়ে থাকে। ২০১৯ এর ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই প্রকল্পে এখনো পর্যন্ত ১৬ বার আবেদনকারীরা টাকা পেয়েছেন। প্রতিটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয়। ২০২৪ সালে ভোট পর্ব মিটলেই ১৭ তম কিস্তির টাকা প্রদান করা শুরু হবে। তবে এখন কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
PM কিষান সম্মান নিধি টাকা কারা পাবেন না ?
- সমীক্ষা করে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে অনেক আবেদনকারী কৃষক নন। তাই তাদের বাদ দেওয়া হবে।
- যেসব কৃষকের নামে নিজস্ব জমি নেই তারা টাকা পাবেন না।
- যে পরিবারের সদস্য এই প্রকল্পে ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তিনি নতুন করে আবেদন করতে পারবেন না।
- যাদের বার্ষিক আয় আড়াই লাখ টাকার বেশি তারা এই প্রকল্পের টাকা পাবেন না।
- যে কৃষকরা 10,000 টাকা বা তার বেশি পেনশন পান তাঁরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন।
- আবেদনকারীর বয়স ১৮ বছরের নীচে হলে চলবে না।
- আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে সরকারিভাবে বেতন প্রাপ্ত হলে তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে।
- আবেদনকারী যদি কোন প্রাক্তন মন্ত্রী বা এই ধরনের কেউ হয়ে থাকেন তাহলে তিনিও এই প্রকল্পের আওতায় পড়বেন না।
- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড একাউন্ট্যান্ট ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
PM Kisan Yojana এর সুবিধা পেতে হলে ব্যাংক একাউন্টে আধার লিঙ্ক (Bank Account Aadhaar Link) করা আবশ্যক। তা না হলে টাকা পাবেন না।
College Professor Operate School: কলেজের প্রফেসররা পড়াবেন স্কুলে ??
PM কিষান সম্মান নিধি যোজনার আবেদন পদ্ধতি
- প্রথমে কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
- হোমপেজের উপরের কর্নারে থাকা Farmer’s Corner এ ক্লিক করুন।
- তারপর e-KYC তে ক্লিক করুন।
- নতুন পেজ খুলবে।
- এখানে নিজের আধার নাম্বার লিখে এবং রাজ্য নির্বাচন করে ক্যাপচা কোড এন্টার করুন।
- হয়ে গেলে Proceed বাটনে ক্লিক করুন।
- পরের পেজ খুলবে যেখানে প্রকল্পের আবেদনপত্র পূরণ করতে হবে।
- হয়ে গেলে পরের পেজে এসে ব্যাংক একাউন্টের নথি এবং কৃষি সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।
- সব কাজ শেষ। এরপর Submit বাটনে ক্লিক করে ফর্ম জমা করে দিন। তারপর ভেরিফিকেশন করা হবে।
- যদি আপনি যোগ্য হয়ে থাকেন তবে পরবর্তী কিস্তির টাকা ঢুকবে আপনার একাউন্টে।
PM Kisan e-KYC Process
PM Kisan পোর্টালে Aadhaar OTP ভিত্তিক eKYC যাচাই করার সুযোগ রয়েছে। এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC (Customer Service Center) কেন্দ্র গুলোতে যোগাযোগ করা যেতে পারে।
PM কিষান যোজনায় ভাতা বৃদ্ধি হবে?
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে টাকার পরিমান আরো ২০০০ বাঁচতে পারে অর্থাৎ ৬০০০ থেকে এবার ৮ হাজার টাকা করে সবাই পাবে। যদিও এ বিষয়ে এখনও কোন অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি।