2011 to 2024 All OBC Certificate Cancelled by Kolkata HighCourt : কেন বাতিল করা হলো 2011 সাল থেকে 2024 সাল অব্দি অ্যাপ্লাই করার সমস্ত ওবিসি সার্টিফিকেট। আজকের এই পোস্টে জানবো বিস্তারিত।
কলকাতা হাইকোর্ট বাতিল করলো পাঁচ লক্ষ OBC সার্টিফিকেট। এবার কি করনীয় ?
হাইকোর্টের বিচারপতি তথা তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্থা এর মতে এতদিন যে সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলি সবগুলো সঠিক নয়। অসংখ্য জাল সার্টিফিকেট রয়েছে। তাই এদের সবাইকে ওবিসি হিসেবে গণ্য করলে চলবে না।
তাদের মতে নতুন করে ওবিসি তালিকাভুক্ত করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার commission এবার নির্ধারণ করবে সত্যি করে কারা ওবিসি। পরবর্তীতে সেই তালিকা বিধানসভায় পাঠানো হবে এবং বিধানসভা যেগুলিকে গণ্য করবে সেগুলি সত্যিকারের ওবিসি বলে গণ্য হবে।
ICDS Supervisor Recruitment 2024: ICDS সুপারভাইজারের নিয়োগ ভোটের পরেই
হাইকোর্ট আরো কি কি তথ্য জানিয়েছে বাতিল সার্টিফিকেট বিষয়ে ?
- 2011-2024 সালের মধ্যে তৈরি হওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল।
- 2010 সালের আগে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট মান্য করা হবে।
- 1993 সালের নিয়ম অনুযায়ী নতুন করে আবার ওবিসি সার্টিফিকেট তৈরি করতে হবে।
ওবিসি সার্টিফিকেটের দ্বারা বর্তমানে যারা চাকরি করছেন তাদের কি হবে ?
- যারা চাকরিতে নিয়োগ হয়ে গিয়েছে তাদের বর্তমানে কোনরূপ সমস্যা হবে না। তাদের চাকরি বহাল থাকবে।
- চাকরিপ্রার্থীদের জন্য হাইকোর্টের তথ্য
- ২০১১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে যারা OBC সার্টিফিকেটের মাধ্যমে চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না।সেজন্য তারা নিরাপদে থাকবে।
- যারা হয়তো বর্তমানে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কোন চাকরিতে জয়েন করতে চলেছে তাদেরও কোনরূপ সমস্যা হবে না।
- তবে যারা নতুন করে কোন চাকরির জন্য আবেদন করবেন তাদের বর্তমান OBC সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না।
OBC সার্টিফিকেট নিয়ে নতুন আপডেট কবে আসবে ?
আশা করা যাচ্ছে ভোটের পরবর্তীতে নতুন আপডেট আসবে।