ICDS Supervisor Recruitment 2024: সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে লোকসভা ভোটের পর্ব শেষ হলেই বড়সড় নিয়োগের প্রস্তুতি শুরু হবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে। আইসিডিএস এর সুপারভাইজার পদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের প্রতিবেদনে।
ICDS Supervisor Recruitment 2024
ইতিমধ্যে সেই নির্বাচনের সাতটি দফার মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পাঁচটি দফার। এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী 4ঠা জুন। রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে ICDS সুপারভাইজার পদে একাধিক শূন্য পদ রয়েছে।ভোট পর্ব শেষ হলে খুব দ্রুত এগুলিতে নিয়োগ করা হবে বলে সূত্র থেকে জানা যায়।
কারা কারা এখানে আবেদন করতে পারবে ?
- যে কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
- বয়স :: সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 42 বছরের মধ্যে।
- শিক্ষাগত যোগ্যতা :: নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কোন স্বীকৃত সরকারি বোর্ড থেকে।
ISRO Second Mars Mission 2024: ISRO এর দ্বিতীয় মঙ্গল অভিযান কেন গুরুত্বপূর্ণ
ICDS সুপারভাইজারের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে ?
রাজ্যে ভোট পর্ব মিটলেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গিয়েছে।
আনুমানিক শূন্যপদ কত হতে পারে ?
প্রায় 13 হাজার 225 জনকে নিয়োগের পরিকল্পনা করছে রাজ্য সরকার।gh
আবেদন কিভাবে করা যাবে ?
অনলাইনের মাধ্যমে।
কোন বোর্ড পরীক্ষাটি আয়োজন করবে ?
পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।
এখনো অবদি সরকারিভাবে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে বিভিন্ন সংবাদপত্র থেকে খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্র বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন। এবং পরীক্ষা ও খুব দ্রুত নেয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করলে আমরাও Sarbada.com আপডেট দিয়ে দেব।