8th Pass Warkar recruitment: মাসে কুড়ি হাজার বেতন সঙ্গে অষ্টম শ্রেণী পাশ

Published On:

আজও আমাদের রাজ্যে এমন বহু শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন কারণবশত অষ্টম শ্রেণি অব্দি পড়াশোনা করে তারপর আর পড়াশোনা করতে পারেননি। তবে চিন্তা নেই তাদেরও রয়েছে চাকরিতে আবেদনের সুযোগ। আজকের এই পোস্টে জানবো বিস্তারিত।

কেন্দ্রের অধীনস্থ কোম্পানিতে অষ্টম শ্রেণী পাশে চাকরি

কেন্দ্রের অধীনে থাকা একটি কোম্পানি কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন যেখানে যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস হলেই হবে। বর্তমান সমাজে চাকরির প্রাচুর্য থাকায় ডিগ্রী দেখে চাকরি দেখতে গেলে এখন আর হবে না। কোনদিনই কোনো চাকরিকেই ছোট বা বড় ভাবা চলবে না।

এবার চাকরির সুযোগ দিচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানির তরফ থেকে। যোগ্যতা শুধু অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কিছু ক্যান্টিনে কর্মীর জন্য এই কোম্পানি থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে। আবেদন যোগ্যতা , শূন্যপদ , কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ নিম্নে দেওয়া হল।

How to Apply Medhashree Scholarship Online 2024: রাজ্যের পড়ুয়াদের জন্য চালু হলো একটি নতুন স্কলারশিপ, বিস্তারিত জানবো।

এমপ্লয়মেন্ট নম্বর ::  CSL/P&A/RECTT/CONTRACT/CSE CANTEEN/2020/25

আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?

  • শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস হলেই চলবে।
  • ফুড প্রোডাকশন কিংবা ফুড সার্ভিসেস কোম্পানি তে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন।
  • ক্যাটারিং সার্ভিস বিষয়ে কোনো ভোকেশনাল ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে।
  • পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবে।
  • অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • কথা বলাতে পারদর্শী হতে হবে।

শূন্য পদের নাম

General Duties

মোট শূন্যপদের সংখ্যা

১৫ টি।

মাসিক বেতন

মাসিক কুড়ি হাজার টাকা করে বেতন দেয়া হবে।

বয়সসীমা

 ৩০ বছর কিংবা তার কম (২২ মে ২০২৪ তারিখ অনুযায়ী)

কিভাবে আবেদন করবেন?

  • আবেদন অনলাইনে করা যাবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদন ফরমটি পূরণ করে আবেদন করতে হবে।
  • আবেদন ফ্রি হিসেবে দুশো টাকা চার্জ কাটবে।

আবেদনের শেষ তারিখ:– ২২/০৫/২০২৪

অফিসিয়াল ওয়েবসাইট:- cochinshipyard.in

অফিসিয়াল নোটিস:- Download PDF

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad