ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ পেনশন যোজনা প্রকল্প হলো অটল পেনশন যোজনা।2015-16 সালে এটি সম্পূর্ণভাবে চালু হয়। যে সমস্ত জনগণ সরকারিভাবে চাকরি করেন না তাদের সুবিধার জন্য এই পেনশন প্রকল্পটি গঠিত করা হয়েছে।এমনটা নয় যে কোন সরকারই চাকরিরত কর্মীরা এই প্রকল্পে আবেদনযোগ্য নয় , তারাও এই প্রকল্প আবেদন করতে পারবে। এই স্কিমটি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া(PFRDA) দ্বারা।
What is Atal Pension Yojana Full Details
শুরুর দিকে এই প্রকল্পটি সকল সাধারণ জনগণ জানতেন না। তবে বর্তমানে অসংখ্য সাধারণ জনগণ বিশেষ করে শিক্ষার্থীরাও এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
অটল পেনশন যোজনা কি?
অটল পেনশন যোজনাটি হলো ভারত সরকারের পরিচালিত একটি নিরাপত্তা প্রকল্প বা যোজনা। ভারতের নাগরিকদের ৬০ বছর বয়সের পর একটি আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পের তৈরি হয়েছে। আমাদের ভারতে 140 কোটি জনগণের মধ্যে এমন অনেক নাগরিক রয়েছে যাদের বৃদ্ধ বয়সে দেখাশোনার জন্য কেউ থাকেনা এবং তাদের আর্থিক খরচ উঠানোর কেউ থাকেনা। সেই সময় তাদের শারীরিক অসুস্থতা দুর্ঘটনা দীর্ঘস্থায়ী রোগ এই সকল চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের পেনশন বা স্কিম গুলি গঠিত করা হয়েছে। সেজন্য এই ক্রিমটি সকল সরকারি এবং বেসরকারি যেকোনো ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য।
অটল পেনশন যোজনার উদ্দেশ্য কি?
এই স্কিমটি ১৮ বছর পর থেকেই শুরু করা যাবে। যারা সরকারি চাকরি করেন তাদের ৬০ বছরের পর থেকে অথবা যারা সরকারি চাকরি করেন না তাদেরও ৬০ বছরের পর থেকে মাসিক 2000 অথবা 5000 টাকার পেনশন পাওয়া যাবে।
অটল পেনশন যোজনায় আবেদনকারী তার প্রাপ্য টাকা প্রতিমাসে পেনশন হিসেবে পাবেন। কোন কারনে আবেদনকারীর মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামী সেই টাকা পেতে থাকবে এবং যদি উভয় ব্যক্তি মারা যায় তাহলে তাদের মনোনীত ব্যক্তিরা এককালীন কিছু টাকা পাবেন।
অটল পেনশন যোজনা স্কিমের বৈশিষ্ট্য
APY স্ক্রিমের বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো-
(1) স্বয়ংক্রিয় ডেবিট
স্বয়ংক্রিয় ডেবিট করার সুবিধা হল অটল পেনশন যোজনার প্রাথমিক সুবিধাগুলির মধ্যে একটি। এই প্রক্রিয়ায় আবেদনকারীর ব্যাংক একাউন্টের সাথে পেনশন একাউন্ট সংযুক্ত থাকে তাই মাসিক অবদান সরাসরি ব্যাংক থেকে ডেবিট হয়ে যায়। তবে নির্দিষ্ট সময়ের পরেও পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে জরিমানার সম্মুখীন হতে হয়।
(2) অবদান বাড়ানোর সুবিধা
পূর্বেই উল্লেখ করা হয়েছে 60 বছর বয়স পর্যন্ত কোন ব্যক্তি যে পরিমাণ টাকা জমা করবেন তার হিসেবে তিনি পেনশন পাবেন। তবে যদি কেউ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করার পর মনে করেন যে ,তিনি উচ্চতর পেনশনের জন্য বেশি পরিমাণে টাকা জমা করতে চান তবে তারও সুবিধা রয়েছে এখানে। এমনকি যদি কেউ মাসিক অবদান কমাতে চান সেটাও করতে পারেন।
(3) নিশ্চিত পেনশন
মাসিক কত টাকা জমা করছেন তার ওপর নির্ভর করে আবেদনকারীরা একটি পর্যায়ক্রমিক পেনশন বেছে নিতে পারেন,যেমন-1000/2000/3000/4000/5000 টাকা।
Maldives President Muizzu Coming to India: ভারত সফরের কবে আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ??
আবেদনের জন্য বয়সসীমা
অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা সিদ্ধান্ত নিতে পারেন 18 বছরের বেশি এবং 40 বছরের কম বয়সী ব্যক্তিরা। তাই স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাও তাদের বৃদ্ধ বয়সের জন্য এখানে বিনিয়োগ শুরু করতে পারে। যেহেতু এখানে কমপক্ষে 20 বছরের জন্য বিনিয়োগ করতে হবে তাই এই স্ক্রিমে আবেদনের সর্বাধিক বয়স 40 বছর নির্ধারণ করা হয়েছে।
দেখে নাও তোমার বয়স কত ? | Click Here |
অটল পেনশন যোজনা প্রত্যাহারের নীতি
কোন ব্যক্তির বয়স 60 বছর হয়ে যাবে তখন ব্যাংকের সঙ্গে পরামর্শ করে স্কিমটি বন্ধ করে মাসিক পেনশন পেতে থাকবেন। তবে কোনো কারণে ষাট বছরের পূর্বেই যদি এই স্কিমটি বন্ধ করতে চাই তাহলে সেটিও সম্ভব। আবার কোন কারণবশত ৬০ বছরের পূর্বেই কারো মৃত্যু ঘটলে যার নামে নমিনি থাকবে সে স্কিমটি চালু রাখতে পারবে অথবা সেখানে বন্ধ করে সুদ-সমেত সমস্ত টাকা তুলে নিতে পারবেন।
অটল পেনশন যোজনায় শাস্তির শর্তাবলী
যদি আবেদনকারী অর্থাৎ সুবিধাভোগী তার মাসিক অর্থ প্রদানে বিলম্ব করে তবে বিলম্বিত সময়ের জন্য অতিরিক্ত সুদ চার্জ করা হবে।
যদি কোন ব্যক্তি ক্রমাগত 6 মাস অর্থ প্রদানে বিলম্ব করে তবে তার অ্যাকাউন্টটিকে ফ্রিজ/হিমায়িত করা হবে, এবং যদি এই ধরনের বিলম্ব টানা 12 মাস অর্থাৎ 1 বছর ধরে চলে তাহলে সেই অ্যাকাউন্টটিকে বন্ধ/নিষ্ক্রিয় করা হবে এবং নির্দিষ্ট সুদসমেত জমা হওয়া অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
অটল পেনশন যোজনার অধীনে একটি পেনশন একাউন্ট খোলার অনুমতি দেওয়া রয়েছে ভারতের সমস্ত ব্যাংকগুলিকে। অটল পেনশন যোজনায় আবেদনের জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে-
- প্রথমেই আবেদনকারীর যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের নিকটতম শাখায় যেতে হবে।
- সেখানে গিয়ে অটল পেনশন যোজনার একটি আবেদনপত্র সংগ্রহ করে সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- এরপর সেখানে সক্রিয় মোবাইল নম্বরটি প্রদান করতে হবে।
- এরপর আধার কার্ডের দুই কপি জেরক্স সহ ফর্মটি জমা করতে হবে।
অটল পেনশন যোজনার ফর্মটি কোথায় পাওয়া যাবে
অটল পেনশন যোজনার ফর্মটি যেসব পদ্ধতিগুলি ব্যবহার করে পেতে পারে সেগুলি হল-
- আবেদনকারীর যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকের নিকটস্থ শাখা অফিসে গিয়ে ফর্মটি সংগ্রহ করতে পারে।
- অটল পেনশন যোজনায় অংশগ্রহণকারী ব্যাংকগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্মটি ডাউনলোড করা যেতে পারে।
- এছাড়াও পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভলপমেন্ট অথোরিটির (PFRDA) অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অটল পেনশন যোজনা ফর্মটি পাওয়া যেতে পারে।
অটল পেনশন যোজনা স্কিমে আবেদনের জন্য যোগ্যতা
অটল পেনশন যোজনায় আবেদনের জন্য যে সব যোগ্যতাগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
- ন্যূনতম 20 বছরের জন্য স্কিমের টাকা জমা করতে হবে।
- আবেদনকারীর ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।
- আবেদনকারী অন্য কোন সামাজিক কল্যাণ প্রকল্পের সুবিধা পেলে এখানে যোগ্য বলে বিবেচিত হবে না।
Help Line Number
1800-110-069