Full Details Indira Gandhi National Old Age Pension Scheme: “ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিমে” আবেদন করলেই মিলবে টাকা।

Published On:

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (NSAP) পাঁচটি উপ স্কিমগুলির মধ্যে একটি হল ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম। দারিদ্রসীমার নিচে বসবাসকারী এবং 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকরায় আবেদন করতে পারবে এই স্কিমে।

ভারত সরকার দ্বারা 1995 সালে 15 ই আগস্ট জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি প্রবর্তন করে নিঃস্ব অর্থাৎ দারিদ্রসীমার নিচে বসবাসকারী ব্যাক্তিদের সহায়তার উদ্দেশ্যে এটি প্রবর্তন করা হয়। এটি মৌলিক স্তরের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছিল। উপযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হবে তার আয় বা পরিবারের সদস্য বা অন্যান্য উৎস থেকে আর্থিক সহায়তার মাধ্যমে। গ্রামোন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হয় জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি। যদিও এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও।

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় নীতির মাধ্যমে রাষ্ট্র তার প্রতিটি রাজ্যকে বেশ কয়েকটি কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের সুবিধা প্রদান করে থাকে। এই কল্যাণমূলক ব্যবস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নাগরিকদের জীবিকার পর্যাপ্ত উপায় বৃদ্ধি, জীবন যাত্রার মান বৃদ্ধি, জনস্বাস্থ্যের উন্নয়ন ,শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান , চিকিৎসা বিদ্যার উন্নতি সাধন ইত্যাদি।

NEW UPDATE IN NATIONAL PENSION SYSTEM 2024: সরকারের এই স্কিমে এককালীন 44 লক্ষ টাকা পাওয়া যাবে মাসে

NSAP এর পাঁচটি উপ-স্কিম

  • ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম (IGNOAPS)।
  • ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন স্কিম (IGNWPS)।
  • ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন স্কিম (IGNDPS)।
  • জাতীয় পরিবার বেনিফিট স্কিম (NFBS)।
  • অন্নপূর্ণা যোজনা।

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির উদ্দেশ্য

  • যাদের পরিবারে উপার্জনকারীর মৃত্যু হয়েছে বা বার্ধক্যের কারণে উপার্জনকারী উপার্জনে সক্ষম নয় ,এমন পরিবারের জন্য সামাজিক সহায়তা সুবিধা প্রদান করা ।
  • সারাদেশে সুবিধা বঞ্চিতদের বিনা বাধায় সামাজিক সুরক্ষা প্রদান করা।

সুবিধা বা পেনশনের পরিমাণ

এখানে আবেদন করলে 60 বছর থেকে 79 বছর পর্যন্ত ব্যক্তিরা মাসিক 200 টাকা এবং 80 বছর বা তারপর থেকে মাসিক 500 টাকা করে পেনশন পাবেন।

যোগ্যতার মানদন্ড

  • প্রথমত আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে,
  • আবেদনকারীকে দারিদ্রসীমা নিচে (বিপিএল) বসবাস করতে হবে,
  • এখানে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম 60 বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদনকারী কে প্রথমেই ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://web.umang.gov.in/web_new/home এ ভিজিট করতে হবে।( UMANG অ্যাপস ডাউনলোড করেও আবেদন করতে পারেন)।
  • এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে,
  • লগইন করে নাগরিক NSAP অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর Apply Online অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর একে একে সঠিকভাবে মৌলিক বিবরণ, পেনশন প্রদানের মোড নির্বাচন করতে হবে,
  • এরপর প্রয়োজনীয় নথিপত্রের ছবি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে,
  • এরপর ফর্মটি ভালোভাবে পড়ে নিয়ে Submit করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • সঠিকভাবে পূরণ করা এবং সব প্রত্যয়িত আবেদনপত্র (স্কিম নির্দেশিকা গুলির সংযোজন দেওয়া প্রোফর্মা),
  • বাসস্থানের প্রমাণপত্র (ভোটার কার্ড, আধার কার্ড ,সম্প্রীতি প্রদান করা বিদ্যুৎ বিল),
  • বয়সের প্রমাণপত্র(মাধ্যমিকের এডমিট, পৌর কর্তৃপক্ষ বা এসএইচও বা মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রাপ্ত জন্ম সার্টিফিকেট),
  • আধার কার্ড,
  • আবেদনকারীর ব্যাংকের পাসবুক,
  • রেশন কার্ড,
  • জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট /এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে প্রত্যয়িত হলফনামা যেখানে প্রমাণিত হয় যে আবেদনকারী অন্য কোন উৎস থেকে পেনশন বা আর্থিক সহায়তা পাচ্ছে না।
Visit WebsiteClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad