NEW FACILITIES FOR RATION CARD CUSTOMERS 2024 : রেশন কার্ড গ্রাহকরা পেতে চলেছেন বড় সুবিধা, সরকার শুরু করছে নতুন যোজনা। চলুন দেখে নেওয়া যাক কি সেই যোজনা?
New Facilities for Ration Card Holder 2024
ভারতবর্ষের রেশন ব্যবস্থা চালু রয়েছে যেন দেশের প্রতিটা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়। এখনো বহু মানুষ দারিদ্রসীমার নিচেই রয়েছে ভারতের মতো উন্নয়নশীল দেশে। এই রেশন ব্যবস্থা সেই সব মানুষদের জন্য বড়ই উপকারী যারা অর্থের অভাবে দুবেলা দুমুঠো খেতে পারে না। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকেই বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা চলে আসছে। এখনো বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন বিপিএল রেশন কার্ডের গ্রাহকরা। এবার সেই সমস্ত গ্রাহকদের জন্য এল আরো খুশির খবর।
ISRO Success a New Fuel Test Semi Cryogenic: আবারও বড় সাফল্য পেলো ISRO
প্রকল্পটি কোথায় চালু হচ্ছে ?
এবার থেকে রেশন দোকানে চাল, ডাল, আটার পাশাপাশি জরুরী নথিপত্রও তৈরি করা যাবে। সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিকে। উত্তরপ্রদেশে শুরু হতে চলেছে এমনই ব্যবস্থাপনা। মানুষের কি এই ব্যবস্থায় এর সুবিধা হবে? উত্তরে তারা জানাচ্ছেন কমন সার্ভিস সেন্টার তৈরি হলে আধার কার্ড ,প্যান কার্ড , কাস্ট সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করার জন্য আর শহরে ছুটে বেড়াতে হবে না গ্রামবাসীদের। এইসব সুবিধা তারা পেয়ে যাবেন নিজের বাড়ির কাছেই।
কী কী সুবিধা পাওয়া যাবে?
উল্লেখ্য,গতবছর থেকেই কাজ শুরু হয়েছে এই যোজনায়। কিন্তু এই প্রকল্প এখনো সর্বসাধারণের জন্য চালু করা হয়নি। জানা যাচ্ছে ,রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টারে রূপান্তরিত করার পর এই কেন্দ্রগুলিতে পিএম উজ্জলা যোজনা
- আধার কার্ড ,প্যান কার্ড , কাস্ট সার্টিফিকেট এর মত গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি
- প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধণ পেনশন যোজনা
- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
প্রকল্প গুলির বিষয়ে তথ্যের পাশাপাশি সুবিধাও পাওয়া যাবে। এতে গ্রামবাসীদের আর শহরে ছোটাছুটির দরকার পড়বে না।
রাজ্যবাসীর কী সুবিধা হবে ?
এই প্রকল্প শুরু হলে সাধারণ মানুষদের পাশাপাশি রেশন ডিলাররাও বেশ উপকৃত হবেন। এই প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের কমিশন কুইন্টাল প্রতি 20 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি সরকারি কর্মচারীও নিয়োগ করা হবে এই কেন্দ্রগুলিতে।