West Bengal Madyamik Results checking website 2024: দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করবেন ২রা মে বৃহস্পতিবার সকাল ১০ টাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল প্রকাশের পর অনলাইনে দেখার জন্য কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছেন।
২০২৪ মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে
মাধ্যমিকের ফল প্রকাশের সময় বেশ কিছু ওয়েবসাইট স্লো কাজ করতে পারে ইন্টারনেট ট্রাফিকের কারণে। তাই একাধিক ওয়েবসাইটের পাশাপাশি বেশ কিছু মোবাইল অ্যাপসেরও ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ। তাই আগে থেকেই দেখে রাখুন সেই অফিশিয়াল সাইটগুলি রেজাল্ট বেরোনোর পর সবরকম সমস্যা থেকে মুক্তি পেতে।
মাধ্যমিকের ফলাফল কখন এবং কিভাবে দেখা যাবে
- সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষিত হবে সকাল ৯ টায়।
- ছাত্র-ছাত্রীরা অনলাইন এর মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবে সকল ৯ টা বেজে ৪৫ মিনিট থেকে।
কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে
মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল দেখতে পাওয়া যাবে সেগুলি হল-
- wbresults.nic.in
- www.results.shiksha
- www.indiaresult.com
- www.fastresult.in
- www.vidyavision.com
- www.schools9.com
Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।
এছাড়াও যে সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে সেগুলি হল –
- Madhyamik Results (https://play.google.com/store/apps/details?id=wbbse.results.shiksha )
- Fast Result ( https://play.google.com/store/apps/details?id=board.boardresult2017)
গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- মাধ্যমিকের ফলাফল প্রকাশের সময় ইন্টারনেট ট্রাফিক বেশি থাকতে পারে তাই ইন্টারনেটের কানেকশন ভালো রাখুন।
- যেকোনো একটি এপ্লিকেশন বা ওয়েবসাইটে সমস্যা হলে বিকল্প ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।
- ফলাফল দেখার জন্য রোল নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখুন।