ভারত তথা পশ্চিমবঙ্গের যোগ্য ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করার একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রদান করেন একটি Privet সংস্থা সিতারাম জিন্দাল ফাউন্ডেশন যেটি বেঙ্গালুরুতে অবস্থিত।
How to Apply Sitaram Jindal Scholarship 2024
যেহেতু এই স্কলারশিপটি পুরো ভারতবর্ষের শিক্ষার্থীদের জন্যই তাই পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।
যোগ্যতা
সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024:- যোগ্যতার মানদন্ড
এই স্কলারশিপে যেহেতু বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপের অর্থ প্রদান করা হয়ে থাকে তাই বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আবেদনের জন্য যেসব যোগ্যতা গুলি চাওয়া হয়েছে সেগুলি নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো –
(1) ক্যাটাগরি A
- আবেদনকারী কি অবশ্যই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ছাত্রদের কমপক্ষে 60% এবং ছাত্রীদের কমপক্ষে 55% নম্বর পেয়ে পাশ করতে হবে।
- তবে কর্নাটকের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম 70% এবং মেয়েদের ন্যূনতম 65% নম্বর পেয়ে পাস করতে হবে।
- সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম 65% এবং মেয়েদের ন্যূনতম 60% নম্বর পেয়ে পাশ করতে হবে।
- কর্মসংস্থানের ক্ষেত্রে,শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।
- অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে তাদের বার্ষিক পারিবারিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
(2) ক্যাটাগরি B
- আবেদনকারীদের অবশ্যই যেকোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আইটিআই কোর্সে অধ্যায়নরত থাকতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ছাত্রদের ন্যূনতম 45% ও ছাত্রীদের ন্যূনতম 35% নম্বর পেয়ে পাস করতে হবে।
- কর্মসংস্থানের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।
- অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।
(3) ক্যাটাগরি C
এক্ষেত্রে দুইটি ভাগ রয়েছে-(A) স্নাতক কোর্সের জন্য ও (B) স্নাতকোত্তর কোর্সের জন্য।
(A) স্নাতক কোর্সের জন্য:-
- এক্ষেত্রে শিক্ষার্থীদের যে কোন স্নাতক কোর্সে অধ্যায়নরত হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ছাত্রদের ন্যূনতম 55% এবং ছাত্রীদের ন্যূনতম 50% নম্বর পেয়ে পাস করতে হবে। যদিও কর্নাটকের ক্ষেত্রে, ছাত্রদের 65% ও ছাত্রীদের 60% নম্বর পেয়ে পাশ করতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ছাত্রদের ন্যূনতম 60% এবং ছাত্রীদের ন্যূনতম 55% নম্বর পেয়ে পাস করতে হবে।
- কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।
- অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
Nabanna Scholarship 2024 Apply Now: আবেদন করলেই এই স্কলারশিপে মিলবে 10000 টাকা।
(B) স্নাতকোত্তর কোর্সের জন্য:-
- এক্ষেত্রে শিক্ষার্থীদের যেকোন স্নাতকোত্তর কোর্সে অধ্যায়নরত হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ছাত্রদের ন্যূনতম 55% এবং ছাত্রীদের ন্যূনতম 50% নম্বর পেয়ে পাস করতে হবে। যদিও কর্নাটকের ক্ষেত্রে, ছাত্রদের 65% ও ছাত্রীদের 60% নম্বর পেয়ে পাশ করতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ছাত্রদের ন্যূনতম 60% এবং ছাত্রীদের ন্যূনতম 55% নম্বর পেয়ে পাস করতে হবে।
- কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।
- অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
(4) ক্যাটাগরি D:-
- শিক্ষার্থীদের অবশ্যই ডিপ্লোমা কোর্স যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ,কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল ,নার্সিং ফার্মাসি ,ফিজিওথেরাপি ,অটোমোবাইল টেকনোলজি অথবা পরিবেশ সম্পর্কিত কোর্সগুলিতে অধ্যায়নরত থাকতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ছাত্রদের ন্যূনতম 55% এবং ছাত্রীদের ন্যূনতম 50% নম্বর পেয়ে পাস করতে হবে।
- কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।
- অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
(5) ক্যাটাগরি E :-
- শিক্ষার্থীদের অবশ্য ইঞ্জিনিয়ারিং ,মেডিক্যাল অথবা আর্কিটেকচার কোর্সে অধ্যায়নত থাকতে হবে।
- এমডিএস শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।
- পূর্ববর্তী পরীক্ষায় ছাত্রদের ন্যূনতম 55% এবং ছাত্রীদের ন্যূনতম 50% নম্বর পেয়ে পাস করতে হবে। যদিও কর্নাটক ও পশ্চিমবঙ্গের ছাত্রদের ন্যূনতম 65% এবং ছাত্রীদের ন্যূনতম 60% নম্বর পেয়ে পাস করতে হবে।
- কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 4 লাখ টাকার কম হতে হবে।
- অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2.5 লাখ টাকার কম হতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর বয়স 30 বছরের কম হতে হবে।
Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।
সীতারাম জিন্দাল স্কলারশিপে কত টাকা দেওয়া হয়?
সীতারাম জিন্দাল স্কলারশিপে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে যা সর্বোচ্চ প্রতি মাসে 3,200 টাকা পর্যন্ত হতে পারে। নিম্নে আর্থিক অনুদান সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রইল-
ক্যাটাগরি অনুযায়ী বৃত্তির পরিমাণ (প্রতি মাসে)
(1) ক্যাটাগরি A (ক্লাস 11 ও 12)
- মেয়েদের প্রতিমাসে 700 টাকা করে ও
- ছেলেদের প্রতিমাসে 500 টাকা করে প্রদান করা হয়।
(2) ক্যাটাগরি B (আইটিআই)
- সরকারি কলেজে আইটিআই করা ছাত্রছাত্রীদের জন্য 500 টাকা এবং
- বেসরকারি কলেজে আইটিআই করা ছাত্র-ছাত্রীদের জন্য 700 টাকা বৃত্তি প্রদান করা হয়।
(3) ক্যাটাগরি C (স্নাতক ও স্নাতকোত্তর কোর্স)
(A) স্নাতক কোর্সের জন্য:-
- সাধারণ শ্রেণীর মেয়েদের মাসিক 1,400 টাকা প্রদান করা হয়।
- সাধারণ শ্রেণীর ছেলেদের মাসিক 1,100 টাকা প্রদান করা হয়।
- শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক 1,400 ঢাকা প্রদান করা হয়।
- প্রাক্তন সেনাদের বিধবা মহিলাদের মাসিক 1,500 টাকা প্রদান করা হয়।
(B) স্নাতকোত্তর কোর্সের জন্য:-
- সাধারণ শ্রেণীর মেয়েদের মাসিক 1,800 টাকা প্রদান করা হয়।
- সাধারণ শ্রেণীর ছেলেদের মাসিক 1,500 টাকা প্রদান করা হয়।
- শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক 1,800 টাকা প্রদান করা হয়।
- প্রাক্তন সেনাদের বিধবা মহিলাদের মাসিক 1,800 টাকা প্রদান করা হয়।
(4) ক্যাটাগরি D (ডিপ্লোমা কোর্স):-
- সাধারণ মেয়েদের মাসিক 1,200 টাকা প্রদান করা হয়।
- সাধারণ ছেলেদের মাসিক 1,000 টাকা প্রদান করা হয়।
(5) বিভাগ E (ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিন কোর্স):-
- ইঞ্জিনিয়ারিং কোর্স করা মেয়েদের জন্য মাসিক 2,300 টাকা ও
- ইঞ্জিনিয়ারিং কোর্স করার ছেলেদের জন্য মাসিক 2,000 টাকা প্রদান করা হয়।
- মেডিসিন কোর্সে অধ্যায়নরত মেয়েদের মাসিক 3,000 ও
- মেডিসিন কোর্সে অধ্যায়নরত ছেলেদের মাসিক 2,500 টাকা প্রদান করা হয়।
- ইঞ্জিনিয়ারিং অথবা মেডিসিন বিভাগে পিজি কোর্সে অধ্যায়নরত মেয়েদের জন্য মাসিক 3,200 টাকা ও
- ইঞ্জিনিয়ারিং অথবা মেডিসিন বিভাগে পিজি কোর্সে অধ্যায়নরত ছেলেদের জন্য মাসিক 2,800 টাকা প্রদান করা হয়।
হোস্টেল বা ছাত্রাবাস থেকে আইটিআই /ডিপ্লোমা /স্নাতক /পিজি কোর্সে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত মাসিক 1200 টাকা এবং পিজি কোর্স সহ মেডিকেল /ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত মাসিক 1800 টাকা প্রদান করা হয়।
আবেদনের তারিখ
সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024:- আবেদনের তারিখ
এই স্কলারশিপ আবেদনের জন্য নির্দিষ্ট কোন সময়সীমা বেধে দেওয়া হয় না তাই শিক্ষার্থীরা বছরের যে কোন সময় আবেদন করতে পারবে এখানে। কিন্তু শিক্ষার্থীরা তাদের কোর্স চলাকালীন শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- SSLC/HSC স্কোরকার্ডের কপি,
- শেষ পরীক্ষার মার্কশীট,
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র,
- মেধা শংসাপত্রের অনুলিপি (শুধুমাত্র মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং এমবিএ শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য)
- আবেদনকারীর ভর্তির রশিদ,
- হোস্টেল সুপার বা ওয়ার্ডেনের থেকে প্রাপ্ত সার্টিফিকেট (শুধুমাত্র হোস্টেলারদের জন্য),
- উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত শারীরিক প্রতিবন্ধীকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়),
- পিপিও, সম্পর্ক নির্ভরতা শংসাপত্র এবং প্রাক্তন সৈন্যদের বিধবা আই-কার্ড (বিধবা এবং প্রাক্তন সেনাদের জন্য)।
আবেদন প্রক্রিয়া
সীতারাম জিন্দাল স্কলারশিপ এর জন্য আবেদন অফলাইনে করতে হবে। আবেদনের জন্য যেগুলি করতে হবে সেগুলি হল-
- আবেদনকারী কে প্রথমেই সীতারাম জিন্দাল ফাউন্ডেশন এর অফিশিয়াল ওয়েবসাইট www.sitaramjindalfoundation.org– এ যেতে হবে,
- এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশন এ ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে,
- এরপর সঠিকভাবে এপ্লিকেশন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহকারে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
- এপ্লিকেশন জমা দেওয়ার ঠিকানা- ট্রাস্টি, সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, জিন্দাল নগর, তুমকুর রোড, বেঙ্গালুরু – 560073
এই স্কলারশিপ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে সীতারাম জিন্দালের ইমেইল আইডি এবং মোবাইল নম্বরে যোগাযোগ করুন-
ইমেইল আইডি:- [email protected], [email protected], [email protected]
মোবাইল নম্বর:-
(১)+91-8023717777, (২)+91-8023717778, (৩)+91-8023717779, (৪)+91-8023717780