WBCHSE HS Exam Result Date And Time Official Notification 2024: কটার সময় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?

Last Updated:

WBCHSE HS Exam Result Date And Time Official Notification 2024: কটার সময় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সংসদ প্রকাশিত করলেন বিজ্ঞপ্তি।

WBCHSE HS Exam Result Date And Time Official Notification 2024

WBCHSE HS Exam Result Date And Time Official Notification 2024:-ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়ে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কখন থেকে রেজাল্ট দেখতে পারবে ছাত্রছাত্রীরা? টিভিতে কখন ঘোষণা হবে রেজাল্ট? তারা মার্কসিটই বা হাতে পাবে কখন? রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

Swami Vivakananda Scholarship 2024 Full Details: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিস্তারিত জেনে নিন।

OFFICIAL NOTICE ABOUT HS RESULT 2024

রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেও কটা থেকে প্রকাশিত হবে রেজাল্ট এ বিষয়ে কোন কিছু স্পষ্টভাবে জানাননি। তাই ছাত্র-ছাত্রীদের নিশ্চিন্ত হতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত কিছু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।

  • ৮ই মে দুপুর ১টাই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। একই সাথে প্রকাশ করা হবে শীর্ষ ১০ জনের মেধাতালিকা।
  • ছাত্র-ছাত্রীরা দুপুর ৩ টা থেকে অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে।
  • অনলাইনে রেজাল্ট চেক করার জন্য পড়ুয়াদের রোল নাম্বার এবং জন্মতারিখ প্রয়োজন হবে।
  • ছাত্র-ছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট, SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে।

মার্কশিট কবে পাবে ছাত্রছাত্রীরা

মার্কসিট হাতে পাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না ছাত্র ছাত্রীদের। রেজাল্ট প্রকাশিত হওয়ার দুই দিনের মধ্যেই মার্কশিট হাতে পাবে ছাত্র ছাত্রীরা। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে ১০ই মে শুক্রবার সকাল ১০ টা থেকে ৫৫ টি কেন্দ্রে।

তাহলে আর খুব বেশি দেরি নেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে, ছাত্রছাত্রীরা আগামী ৮ই মে অনলাইনের মাধ্যমে দেখতে পারবে রেজাল্ট। কোন ছাত্র-ছাত্রীর যদি মনে হয় কোন বিষয়ে নাম্বার বাড়বে তাহলে অবশ্যই তোমরা রিভিউ করতে পারবে।

অফিসিয়াল নোটিশ পিডিএফDownload Now
পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in/

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad