West Bengal Summer Holiday 2024 : গরমের ছুটি নিয়ে নতুন নোটিশ।কবে থেকে শুরু হচ্ছে ছুটি দেখে নাও
West Bengal Summer Holiday 2024
West Bengal Summer Holiday 2024 : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গ্রীষ্মের দাবদাহে ছাত্র-ছাত্রীদের সুস্থতা বিবেচনা করে আগামী গ্রীষ্মের ছুটির তারিখ ঘোষণা করেছে। বর্তমানে রাজ্যের যে হারে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাতে পড়ুয়াদের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব প্রবল। যে কারণে এই ছুটি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
West Bengal Summer Holiday 2024 যদিও ইতিমধ্যে লোকসভা নির্বাচনের জন্য গরমের ছুটি কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল কিন্তু এই অত্যন্ত গরমের কারণে ছুটি আরো কিছুটা এগিয়ে আনার পরিকল্পনা করে পশ্চিমবঙ্গ সরকার। গরমের ছুটি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রীসের ছুটি থাকবে ৬ ই মে থেকে ৯ জুন পর্যন্ত। হিসেব অনুযায়ী এই বছর তিন দিন আগেই শুরু হচ্ছে গরমের ছুটি। যদিও ছুটি ঘোষণার আগেই সকল স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ছুটির আগেই তাদের স্কুলের প্রথম মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নেওয়া হয়।
স্কুলগুলো ছুটি কতদিন থাকবে?
মূলত গ্রীসের ছুটি থাকবে ৬ই মে থেকে ৯ জুন পর্যন্ত। যদিও লোকসভা নির্বাচনের কারণে কিছু জেলায় ছুটির সময় আরো বেশি হতে পারে। যে সময় যে জেলায় ভোট গ্রহণ করা হবে সেই জেলার পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের জন্য ছুটি পাবে।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ুয়াদের ছুটির নির্দেশ জারি করা হলেও কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য খুব একটা বিশেষ নির্দেশিকা জারি করা হয়নি। তবে তারা গরমের কারণে নিজেরা বিশেষ অনুমোদন এবং নির্দেশিকা জারি করে কিছু সময়ের জন্য ছুটি লাগু করতে পারে।