WB HS Examination Reshult Out 2024 : কিভাবে মোবাইল দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন ?

Published On:

WB HS Examination Reshult Out 2024 : কিভাবে মোবাইল দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন ? উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে কিছুদিন পূর্বেই,যার রেজাল্টও প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। ফলস্বরূপ ছাত্র-ছাত্রীদের মনে প্রধানত দুইটি প্রশ্নের উদয় হয়েছে তা হল –

  • কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
  • বাড়িতে বসেই নিজের ফোনের মাধ্যমে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে কিভাবে।

WB HS Examination Reshult Out 2024 : কিভাবে মোবাইল দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবেন ?

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী মূলত পরীক্ষার 90 দিন পরেই প্রকাশিত হয়ে থাকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। “উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যেই অথবা তিন মাস সম্পূর্ণ হওয়ার আগেই প্রকাশিত হতে পারে রেজাল্ট” এমনটাই এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই হিসেব অনুযায়ী আগত মে মাসে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

WB HS Examination Reshult Out 2024 : তবে মে মাসের তৃতীয় সপ্তাহে নাকি চতুর্থ সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবেই তা এখনো নিশ্চিত রুপে জানা যায়নি। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক সম্পর্কিত বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইন এর মাধ্যমে জমা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়াই আশা করা যায় খুব দ্রুততার সঙ্গে উচ্চমাধ্যমিক এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে।

(২) বাড়িতে বসেই নিজের ফোনের মাধ্যমে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে কিভাবে:-

সরাসরি ওয়েবসাইট থেকে HS রেজাল্ট দেখার প্রক্রিয়া

ছাত্র-ছাত্রীরা যেন সহজেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বাড়িতে বসে দেখতে পারে, সেজন্য শিক্ষা সংসদ বিশেষ কতগুলি ওয়েবসাইটের কথা উল্লেখ করেছেন। সেগুলি হল-

wbchse.wb.gov.in
www.wbresults.nic.in

শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা বাড়িতে বসে নিজেদের রেজাল্ট চেক করতে পারবে এমনকি মার্কশিটও ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটগুলি থেকে।

    WB HS Examination Reshult Out 2024 : এক্ষেত্রে রেজাল্ট চেক করার জন্য উপরের যে কোন একটি ওয়েবসাইটে যেতে হবে ছাত্রছাত্রীদের। এরপর ওয়েবসাইটে থাকা West Bengal Higher Secondary Examination Result 2024 অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে সেখানে রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবে শিক্ষার্থীরা।সাথে ডাউনলোড অপশন এ ক্লিক করেও ডাউনলোড করতে পারবে মার্কশিট।

    SMS এর মাধ্যমে HS রেজাল্ট দেখার প্রক্রিয়া

    পরীক্ষার্থীদের জন্য এবার আরও একটি ঘোষণা । পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ছাত্র ছাত্রীদের শুধুমাত্র ওয়েবসাইট এ গিয়ে দেখতে হবে এমন নয়।SMS মারফত রেজাল্ট দেখা যাবে ।এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য নিজস্ব মোবাইল এর টাইপিং ম্যাসেজে গিয়ে লিখতে হবে WB12,তারপর গ্যাপ দিয়ে রোল নম্বর লিখে 5676750 অথবা 5888 নম্বরে টেক্সট করতে হবে। তবেই SMS এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।

    অ্যাপস এর মাধ্যমে HS রেজাল্ট দেখার প্রক্রিয়া

    WB HS Examination Reshult Out 2024 : পরীক্ষার্থী অ্যাপ এর মাধ্যমে রেজাল্ট দেখতে চাইলে সর্বপ্রথম মোবাইল এর google play store এ গিয়ে WBCHSE Results অ্যাপস(https://play.google.com/store/apps/details?id=wbchse.results.shiksha) টি কে ডাউনলোড করতে হবে।তারপর অ্যাপ টি তে ক্লিক করে যে পেজটি আসবে তাতে নিজের রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর ও আরও প্রয়োজনীয় তথ্য গুলো ঠিকভাবে fillup করলে পরীক্ষার্থীডের উচ্চমাধ্যমিক এর রেজাল্ট দেখতে পাওয়া যাবে।

    যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
    × close ad