Job Recruitment In Tata Motors 2024 : মাধ্যমিক পাশেই 2500 শূন্যপদে টাটা মোটরসে চাকরির সুযোগ চলতি বছর রাজ্যজুড়ে সকল চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। শিল্পপতি রতন টাটার অধীনস্থ টাটা মোটরস কোম্পানিতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে দশটি ভিন্ন ভিন্ন পদে ২৫০০ এর বেশি কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবে প্রার্থীরা। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
Job Recruitment In Tata Motors 2024
Job Recruitment In Tata Motors 2024 : 2500 এর বেশি পদে কর্মী নিয়োগ করা হবে টাটা মোটরসে টাটা । মোটরসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট 10 টি ভিন্ন ভিন্ন পদের জন্য 2500 এর বেশি পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরির সংক্রান্ত বিস্তারিত বিবরণ থাকছে আজকের এই প্রতিবেদনে ।
যেসব পদে কর্মী নিয়োগ করা হবে
- সুপারভাইজার
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- ট্রেএনি ইঞ্জিনিয়ার
- একাউন্টেন্ট
- এক্সিকিউটিভ গ্রাজুয়েট
- প্রোডাক্ট স্পেশালিস্ট
- টেরিটরি সেলস ম্যানেজার
- এরিয়া ম্যানেজার
- ইঞ্জিনিয়ার
- অফিস ইনচার্জ
আবেদনের জন্য যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের প্রাথমিকভাবে মাধ্যমিক পাশ থাকতেই হবে সাথে সাথে বিশেষ কিছু কোর্সের যোগ্যতা রাখতে হবে।
SSC New 90 Marks Subject Test Exam Pattern Announced: পরীক্ষা হবে MCQ ভিত্তিক ৯০ নম্বরের
বয়সসীমা
এই সব বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
মাসিক বেতন
ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন নির্ধারিত রয়েছে যার ২৪৫০০ টাকা থেকে শুরু করে ৫৮৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন প্রক্রিয়া
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের।
- এক্ষেত্রে প্রার্থীদের প্রথমে টাটা মোটরসের অফিসিয়াল ওয়েবসাইট (https://careers.tatamotors.com/go/View-All-Opportunities/3505801/) এ যেতে হবে।
- এরপর প্রয়োজনীয় তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
- সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহকারে আবেদন সম্পূর্ণ করতে হবে।
- সেই সাথে সাথে প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে এবং
- এরপর ফর্মটি নির্ভুলভাবে চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
Apply Now | Click Here |