SSC New 90 Marks Subject Test : এবার থেকে SSC পরীক্ষায় আসতে চলেছে বড় পরিবর্তন। সম্প্রতি এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। এর ফলে বদলে যেতে পারে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরকে।
SSC New 90 Marks Subject Test
মূলত পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বিভাজন কেমন হবে তা নিয়েই এই পরামর্শ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বন্ধ দীর্ঘদিন ধরেই , আর এতেই প্রশ্ন উঠেছে পরীক্ষা বিষয়ভিত্তিক হবে নাকি এমসিকিউ ধরণের। সমস্ত রকম জল্পনা কাটিয়ে যেসব তথ্য পাওয়া গিয়েছে তা নিয়েই আজকের এই প্রতিবেদন।
SSC New 90 Marks Subject Test : পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র বিষয় ভিত্তিক না হয়ে বরং এমসিকিউ টাইপের হলেই পরীক্ষায় বেশি স্বচ্ছতা আসবে। সাথে ব্যবহার করা হবে ও এম আর (OMR) সিটও , যার কার্বন কপি সমস্ত পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে পরীক্ষা শেষ হওয়ার পরেই।
SSC New 90 Marks Subject Test : শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এতদিন পর্যন্ত ৩০০ নম্বরের বিষয় ভিত্তিক পরীক্ষা নেওয়া হতো, যেখানে পরীক্ষা পদ্ধতিতে বদল আনতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের বক্তব্য অনুযায়ী প্রশ্নপত্র ৩০০ নম্বরের না হয়ে ৯০ নম্বরের হোক এবং যেটা হবে MCQ ভিত্তিক। পরীক্ষায় স্বচ্ছতা আনতে পরীক্ষা নেওয়া হবে ও এম আর শিট এ।
মূলত পরীক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়ন নিয়ে আদালতমুখী ঠেকাতেই পরীক্ষা পদ্ধতির এমন পরিবর্তন স্কুল সার্ভিস কমিশনের। তাদের দাবি ৩০০ নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা হলে পরীক্ষার্থীরা বারবার আদালতের চ্যালেঞ্জ করতে পারবে । ফলে নিয়োগ প্রক্রিয়ায় জড়িলতার সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে এসএসসির এক কর্মকর্তা জানান,” সাম্প্রতিক বছরগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচুর অনিয়ম হচ্ছে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল গুলিতে।এ বিষয়ে কেউই অস্বীকার করতে পারবে না। ফলস্বরূপ প্রাথমিক বোর্ড এবং এসএসসি বোর্ড বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন শিক্ষক নিয়োগ কারী সংস্থা হিসেবে।”
সেই সবকিছুর জটিলতা কাটিয়ে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নম্বর বিভাজন পরিবর্তন এবং ওএমআর শিটে পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে নিয়োগ কারী সংস্থা।