Assistant Professor Recruitment 2024 : চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। সহকারী অধ্যাপকের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে DTU(Delhi Technological University) , যার অফিসিয়াল বিজ্ঞপ্তি দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
Assistant Professor Recruitment 2024
নিয়োগ করা হবে বিভিন্ন শাখায় মোট ১৫৮ টি শূন্য পদে। আবেদনের সমস্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।
শূন্যপদ
DTU কর্তৃক যে সমস্ত শাখায় শূন্যপদ ঘোষণা করা হয়েছে তা নিম্নরূপ-
- ডিজাইনার- 06
- ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ার- 10
- তথ্যপ্রযুক্তি- 13
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং- 05
- অর্থনীতি (USME)- 04
- ম্যানেজমেন্ট (USME)- 27
- বায়োটেকনোলজি- 09
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার- 34
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- 50
শিক্ষাগত যোগ্যতার
দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটির বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের যে সমস্ত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে তা নিম্নরূপ-
- একাডেমিক রেকর্ড (সর্বোচ্চ 15 পয়েন্ট)
- UG এবং PG: মোট মার্ক বা সমতুল্য CGPA এর ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে।
- PHD:SCI/SCIE/SSCI এর জার্নাল পেপারের ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে।
- অভিজ্ঞতা এবং গবেষণা কর্মক্ষেত্রের ভিত্তিতে পয়েন্ট (সর্বোচ্চ 50 পয়েন্ট)
- শিক্ষকতা,গবেষণা,শিল্প অভিজ্ঞতার উপর ভিত্তিতে সর্বোচ্চ ১০ পয়েন্ট।
- গবেষণা প্রকাশনা ,প্রকল্প ,পেটেন্ট নির্দেশিকার ওপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ পয়েন্ট।
আবেদন ফি
UR এবং OBC চাকরি প্রার্থীদের 1000 টাকা এবং EWS,ST,SC চাকরিপ্রার্থীদের 500 টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
আবেদন প্রক্রিয়া
- চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
- আবেদনকারী কে প্রথমেই DTU এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে।
- তারপর ফর্ম সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র প্রিন্ট আউট করে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট ব্রাঞ্চে মেইল করতে হবে।
- মনে রাখতে হবে অনলাইন আবেদনের দশ দিনের মধ্যেই ফর্মসহ অন্যান্য ডকুমেন্টস DTU এর কাছে পৌঁছাতে হবে।
আবেদনের শুরু এবং শেষ তারিখ
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ই মার্চ ২০২৪ যা ১৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে।
Apply Now
Download Notification | Click Here |
Official Website | Apply Now |