WB College Service Commission Librarian recruitment 2024 : রাজ্যের কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান নিয়োগ

Published On:

WB College Service Commission Librarian recruitment 2024 : সম্প্রতি লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের কলেজ সার্ভিস কমিশন।যেখানে প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদনে আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব।

WB College Service Commission Librarian recruitment 2024

WB College Service Commission Librarian recruitment 2024 : কোন প্রকার পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত পুরো তথ্য থাকছে আজকের প্রতিবেদন এ।

নোটিশ নং

1/2024

পদের নাম

লাইব্রেরিয়ান।

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়নি।

যোগ্যতা

  1. আবেদনকারীকে অবশ্যই দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরী এবং ইনফরমেশন সাইন্স এ মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।
  2. সাথে থাকতে হবে নূন্যতম 55% নম্বর।
  3. এখানে NET QUALIFIED অথবা PHD ডিগ্রীও চাওয়া হয়েছে।

বয়সসীমা

আবেদনকারীকে অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে।

বেতন

চাকরিপ্রার্থীদের  শুরুতেই 57,700 টাকা বেতন দেওয়া হবে,7th CPC-এর পে লেভেল 10 অনুযায়ী।

নিয়োগ পদ্ধতি

কোনো প্রকার পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

  1. চাকরিপ্রার্থী দের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
  2. আবেদন এর জন্য প্রথমেই কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in এ ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  3. এরপর আইডি ও পাসয়ার্ড দিয়ে log in করে নিজের সব তথ্য নির্ভুল ভাবে দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  4. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।
  5. এরপর নির্দিষ্ট  আবেদন মূল্য সহ ফর্মটি ভালো ভাবে চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

আবেদন মূল্য জেনারেল চাকরি প্রার্থীদের জন্য 2000 টাকা এবং OBC,SC,ST সহ বাকি চাকরিপ্রার্থী দের জন্য 1000 টাকা নির্দিষ্ট করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ  – 20/04/2024

Apply Now

Official NoticeClick Here
Apply NowClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad